যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান
নাসা।
## এই শটগান দিয়ে গ্রহাণুতে গুলি
করা হবে এবং অদূর ভবিষ্যতে রোবটিক
মহাকাশযানের মাধ্যমে গ্রহাণুর ভাঙা
অংশগুলো সংগ্রহ করে পৃথিবীতে আনবে
নাসা। ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের
এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
## যুক্তরাষ্ট্রের হানিবি রোবোটিকস ও
নাসা মিলে তৈরি করছে স্পেস শটগানটি।
এই মিশনের নাম হচ্ছে অ্যাস্টরয়েড
রিডাইরেক্ট মিশন বা এআরএম। এই
পরীক্ষা করে তা থেকে নমুনা সংগ্রহ করা
যাবে কি না সেটি বিবেচনায় নেবেন
বিজ্ঞানীরা।
## এরপর গ্রহাণুতে আঘাত
হেনে এর বড় অংশ চাঁদের কক্ষপথে
আনবেন। পরে নভোচারীসমেত বিশেষ
নভোযান পাঠিয়ে তা সংগ্রহ করবেন এবং
পৃথিবীতে পরীক্ষার জন্য আনবেন।
হানিবি রোবোটিকসের অনুসন্ধানী
প্রযুক্তির পরিচালক ক্রিস জ্যাকনি বলেন,
গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ ও তা বিশ্লেষণ
করা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক লক্ষ্য। এ
ছাড়াও নাসা মঙ্গল গ্রহের অভিযানের
জন্য এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
বলেও মনে করছে।
## নাসার গবেষকেরা ২০২০ সাল নাগাদ
পরিকল্পনা করছেন। এর অংশ হিসেবে
গবেষকেরা একটি রোবোটিক যান তৈরি
করবেন যার মাধ্যমে গ্রহাণুর ভাঙা অংশ
সংগ্রহ করা যাবে। 🙂