Site icon Trickbd.com

জেনে নিন ইউটিউবের কিছু চমৎকার শর্টকাট কী, যা হয়ত আপনার এখন অজানা !

Unnamed

আমাদের মাঝে অনেকেই এমন আছেন
যাদের ইন্টারনেটের বেশিরভাগ
সময়ই কেটে যায় ইউটিউবে। যদি
সাধারণ একজন ব্যবহারকারীর কথাই
ধরি তবে একজন ব্যবহারকারীকে
কম্পিউটারে ইউটিউবে একটি
ভিডিও দেখার জন্য বেশ কয়েকবার
মাউসের সাহায্য নিতে হয় যা
আমরা মাউসের ব্যবহার ছাড়াই খুব
সহজেই কিছু শর্টকাট বাটনের
সাহায্যে করে ফেলতে পারি। এমনই
কিছু প্রয়োজনীয় এবং অবশ্যই চমৎকার
৫টি শর্টকাট কী দিয়ে সাজানো
হয়েছে আজকের ছোট্ট ব্লগ পোষ্টটি।
চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু
করা যাক।

শর্টকাট সমূহ:

J কী – কীবোর্ডের এই কী-টি
ব্যবহারের মাধ্যমে আপনি
ইউটিউবে দেখতে থাকা
ভিডিওটিকে ১০ সেকেন্ড
ব্যাকওয়ার্ডে নিয়ে যেতে

পারবেন।

L কী – L কী একেবারেই J কীর
বিপরীত কাজটি করে থাকে
অর্থাৎ, এই কী-টির সাহায্যে
চলতে থাকা ভিডিওটিকে আপনি
১০ সেকেন্ড ফরোওয়ার্ডে নিয়ে
যেতে পারবেন।

K কী – খেয়াল করে দেখুন, J এবং L
কী দুটির মাঝখানের কী-টি হচ্ছে
K কী-টি, এখন ভাবুনতো এর কাজ
কি হতে পারে? হ্যাঁ, এই কী-টির
সাহায্যে আপনি সহজেই আপনার
ভিডিওটি প্লে বা পজ করতে
পারবেন। অবশ্য এই কাজটি
কীবোর্ডের স্পেসবারের
মাধ্যমেও করা যায় তবে J,K এবং L
কী তিনটি পর্যায়ক্রমিক ভাবে
সাজানো থাকায় শর্টকাট কী
গুলো একটি মিডিয়া প্লেয়ারের
কী-র মতই ব্যবহার করতে পারবেন
আপনি।

1 – 9 কী সমূহ – কীবোর্ডের ১
থেকে ৯ পর্যন্ত কীগুলো চেপে
আপনি চলতে থাকা ভিডিওটির
একেকটি পারসেন্টেজে যেতে
পারবেন অর্থাৎ, আপনি 1-এ
চাপলে আপনি ভিডিওটির ১০

শতাংশে গিয়ে পৌছবেন আর
এভাবেই 2,3,4,৫ ইত্যাদি চাপলে
২০,৩০,৪০,৫০ শতাংশে যাবেন।

0 কী – ১ থেকে ৯ পর্যন্ত ব্যবহার
করা গেলে ০ কেন নয়? হ্যাঁ, ০ কী-
টিও ব্যবহার করা যায়। আপনি এই
কী-টি প্রেস করলে আপনার
ভিডিওটি আবার পুনরায় শুরু হবে।
উপরের শর্টকাট কীগুলো উইন্ডোজ,
ম্যাক, লিনাক্সের প্রায় সকল
ব্রাউজারেই কাজ করবে। আশা করি
ইউটিউবে ভিডিও ব্রাউজ করার সময়
শর্টকাটগুলো আপনাদের বেশ কাজে
আসবে।

আমার ইউটিউব চ্যানেল

Exit mobile version