Site icon Trickbd.com

অনিবন্ধিত সিমের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ দিলেন তারানা হালিম

Unnamed

নির্ধারিত সময়ের মধ্যে যারা এখনো
বায়োমেট্রিক পদ্ধতিতে (আঙুলের ছাপে)
সিম নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন তাদের
সিম প্রতিদিন তিন ঘণ্টা করে বন্ধ থাকবে
বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ
প্রতিমন্ত্রী তারানা হালিম ।

আজ শনিবার বিকালে বাংলাদেশ টেলিকম
নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে এক

সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
এসময় তিনি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে
সিম পুনঃনিবন্ধনের জন্য আরও এক মাস
বাড়ানোর ঘোষণা দেন। তারানা হালিম জানান, সিম
পুনঃনিবন্ধনের সময়সীমা বাড়লো আরো এক
মাস। ১ মে থেকে ৩১ মে রাত ১২টা পর্যন্ত
সময় বাড়ানো হয়েছে। কিন্তু যেসব গ্রাহক
ইচ্ছাকৃতভাবে নিবন্ধন করেননি তাদের সিম
এসময় পর্যন্ত প্রতিদিন তিনঘণ্টা করে বন্ধ থাকবে। প্রতিমন্ত্রী জানান, অনিবন্ধিত সিম
এভাবে বন্ধ থাকার পর ৩১ মে রাত ১২টার
স্থায়ী ভাবে বন্ধ করে দেয়া হবে।

[url=http://amarround.com]আরো নতুন আফার পেতে চোখ রাঙ্গানো

অসাধারন AmarRound.Com সাইটি ঘুরে
আসেন ভাই।[/url]