Site icon Trickbd.com

স্মার্টফোন বিক্রির বৃদ্ধি কমেছে ৮ ভাগ।

Unnamed

গত ১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো
আর্থিক ক্ষতির মুখে পড়ে এক ধাক্কায়
অ্যাপল ইনকরপোরেটেডের শেয়ারমূল্য
৮ শতাংশ কমে যায়। প্রধান কারণ, কমে
গেছে আইফোনের বিক্রি। শুধু অ্যাপল
নয়, কমেছে স্যামসাংসহ স্মার্টফোনের
সব বড় প্রস্তুতকারীর বিক্রির পরিমাণ।
বেড়েছে অপ্পো, ভিভোর মতো নতুন
প্রতিষ্ঠানগুলোর।
বাজার গবেষণা প্রতিষ্ঠান
ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের
(আইডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে
এমনটাই জানা গিয়েছে। সেখানে
২০১৬ সালের প্রথম প্রান্তিক এবং গত
বছরের একই মেয়াদকালে স্মার্টফোন
বিক্রির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়।

সবচেয়ে চোখে পড়ার মতো খবর হলো,
গত বছরের তুলনায় এ বছর (ইয়ার-ওভার-
ইয়ার) স্মার্টফোন বিক্রি বেড়েছে
মাত্র ০.২ শতাংশ। স্মার্টফোন বিক্রির
যে ঊর্ধ্বমুখী গতি এত দিন দেখে আমরা
অভ্যস্ত হয়ে গেছি, তা আর থাকছে না।
কে জানে, সামনের দিনগুলোতে এই
ইয়ার-ওভার-ইয়ার বিক্রি হয়তো
ঋণাত্মকে গিয়ে পৌঁছাবে।
২০০৭ সালে আইফোন বাজারে ছাড়ার
পর এবারই প্রথম আইফোনের বিক্রি ১৬.৩
শতাংশ কমেছে। স্যামসাং অবশ্য
অল্পের ওপর দিয়ে পার পেয়ে গেছে,
প্রতিষ্ঠানটির স্মার্টফোন বিক্রি
কমেছে ০.৬ শতাংশ। এখন প্রশ্ন হলো,
কেন স্মার্টফোনের বিক্রি কমছে?
প্রধান কারণ, যাঁরা একবার স্মার্টফোন
কিনেছেন, তাঁরা যাচাই-বাছাই করে
ভালো দেখেই কিনেছেন। ফলে নতুন
মডেল এলেই হালনাগাদ করার প্রয়োজন
পড়ছে না। এ কারণেই স্যামসাং
শীর্ষে। তাদের প্রচুর মডেলের
স্মার্টফোন থাকায় সব ধরনের বাজার
দখলে নিতে পেরেছে।
স্মার্টফোনের সবচেয়ে বড় বাজার চীন
সম্পর্কে আগে থেকে কোনো কিছু বলা
মুশকিল। বিশেষ করে তালিকার চতুর্থ ও
পঞ্চম অবস্থানে অপ্পো ও ভিভো
মোটামুটি চমকে দেওয়ার মতো।
সূত্র: আইডিসি