Site icon Trickbd.com

গ্রামীনফোন এর পর এবার বাংলালিংক ও সিম্ফনির কমদামী স্মার্টফোন

Unnamed

দেশীয় মুঠোফোন ব্র্যান্ড সিম্ফনির
সঙ্গে যৌথভাবে কম দামের একটি
স্মার্টফোন বাজারে এনেছে
মোবাইল অপারেটর কোম্পানি
বাংলালিংক। ‘সিম্ফনি রোর ই৭৯’
মডেলের এ স্মার্টফোনটির দাম পড়বে
৩ হাজার ১৯০ টাকা।

বাংলালিংকের পাঠানো এক
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজধানীর
গুলশানে বাংলালিংকের প্রধান
কার্যালয়ে আজ মঙ্গলবার এক
অনুষ্ঠানের মাধ্যমে স্মার্টফোনটির
বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন
করা হয়। এতে বাংলালিংকের প্রধান

বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) শিহাব
আহমাদ, সিম্ফনির জ্যেষ্ঠ পরিচালক
রেজওয়ানুল হকসহ দুই প্রতিষ্ঠানের
ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, দেশব্যাপী
সিম্ফনি ও বাংলালিংকের
বিক্রয়কেন্দ্রে এই স্মার্টফোন কিনতে
পাওয়া যাবে। ফোনটির সঙ্গে
বাংলালিংক গ্রাহকেরা পাবেন ১
হাজার ৫০০ টাকার ডেটা প্যাকেজ।
এই প্যাকেজের আওতায় তিন মাসে
মোট ৬ গিগাবাইট (জিবি) ইন্টারনেট
ডেটা পাওয়া যাবে। এর মধ্যে প্রথম
মাসে মিলবে বিনা মূল্যে ৩০ দিন
মেয়াদের ২ জিবি ইন্টারনেট ডেটা।
স্মার্টফোনটিতে রয়েছে ৪ ইঞ্চি
স্ক্রিন, ২ মেগাপিক্সেল ফ্রন্ট
ক্যামেরা, ৫১২ মেগাবাইট র্যাম, ১
হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার
ব্যাটারি ও ডুয়েল কোর প্রসেসর।
শিহাব আহমাদ বলেন, স্মার্টফোনের
ব্যবহার বৃদ্ধির মাধ্যমে আরও
বেশিসংখ্যক মানুষকে ডিজিটাল
জগতে নিয়ে আসতে বাংলালিংক
কাজ করছে। এ উদ্যোগ
বাংলালিংককে ডেটাকেন্দ্রিক
কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত
করতে সহায়ক হবে।

ভাই mixplan.tk সাইটটি একবার ঘুরে আসুন প্লিজ

Exit mobile version