আসলামুআলাইকুম,
অনেক বেশি অনলাইন একাউন্টে,
অনেক বেশি পাসওয়ার্ড।ভুলে
যাওয়াটা তাই স্বাভাবিক। আর
এরকম হলে সেটি ফিরে পেতে
অনেক ঝামেলা পোহাতে হয়।
তবে পাসওয়ার্ডটি যদি
ব্রাউজারে সেইভ করা থাকে
তাহলে খুব সহজে তা জানা
যায়।
এ টিউটোরিয়ালে গুগল ক্রোম
ব্রাউজারে সেইভ করা
যায় তা দেখানো হলো।
প্রথমে ব্রাউজারের উপরে ডান
দিক থেকে ‘Settings ’ এ যেতে
হবে।
এরপর ‘show advanced
Settings ’ এ যেতে হবে।
সেখান থেকে ‘passwords and
forms’ থেকে Manage save
passwords এ ক্লিক করতে হবে।
এরপর নতুন একটি পেইজ ওপেন
হবে। যেখানে যেসব সাইটে
লগইন করা হয়েছে সেগুলোর
থাকে তা দেখা যাবে।
‘show’বাটনে ক্লিক করলে
দেখা যাবে পাসওয়ার্ডটি।
আসাকরি, ভালো লেগেছে