Site icon Trickbd.com

শুধু মাহমুদুল্লাহ নয়,এবারের আইপিএলে দেখা যেতে পারে আরেক টাইগার কে!

Unnamed

কিছু দিন আগে বাংলাদেশের অন্যতম
নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদকে
আইপিএলে ফিনিশার হিসেবে রাইজিং পুনে
সুপারজায়ান্টসে অন্তর্ভূক্ত করার জন্য
বলেছিলেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। এবার
ভারতের একটি খেলা ভিত্তিক সংবাদ মাধ্যম
বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার
তামিম ইকবালকে আইপিএলে
নেয়া যেতে পারে এমন খেলোয়াড়দের নামের

তালিকায় অন্তর্ভূক্ত করেছে।
এবারের আইপিএলের শুরু থেকে এ পর্যন্ত দেশি-
বিদেশি সব মিলিয়ে ১০জনেরও বেশি খেলোয়াড়
ইনজুুরির কারণে ছিটকে গেছেন। তাদের
বেশিরভাগই আর এই মৌসুমে খেলতেই পারবেন
না। ইনজুুরির কারণে পুনের ৪ জন খেলোয়াড়ে
আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে।
তালিকাটিতে ১০ জন খেলোয়াড়েরর নাম উল্লেখ
করা হয়েছে। তালিকায় ইংল্যান্ডের বেন
স্টোকস ও ওয়েস্ট ইন্ডিজের জন্সন চারলেসের
পরে তিন নম্বরেই রয়েছে তামিমের নাম।
তবে এ ব্যাপারে তামিম ইকবাল কিংবা
আইপিএলের কোনো দলের পক্ষ থেকে কোনো
ধরণের বক্তব্য পাওয়া যায় নি এখন পর্যন্ত।

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন PostMela.Com

ফেসবুকে আমি