Site icon Trickbd.com

যাদের ফোনে মোবাইল ডাটা বা WiFi চলছে না বা স্পিড কম তাড়া স্পিড বাড়িয়ে নিন.!

দির্ঘদিন ধরে দেশে নেট ছিলো না, ইন্টারনেট বন্ধ হওয়ার ৫ দিন পর WiFi চালু হয় আর ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে মোবাইল ডাটা চালু হয়.! নেট চালু হওয়ার পরেও সেই আগের মত নেটের স্পিড পাওয়া যাচ্ছে না। WiFi এ একটু নেট চলেও মোবাইল ডাটা তে না চলেই বলা যায়।

তাই এই সমস্যার সমাধান এর জন্য নতুন একটি Config নিয়ে এসেছি যাদিয়ে একদম ফুল স্পিড পাওয়া যাবে

তো প্রথমে Play Store থেকে অ্যাপ টি ডাউনলোড করুন

তার পর এই Config টি ডাউনলোড করুন

তার পর অ্যাপ টি ওপেন করে এখানে ক্লিক করুন

তার পর Open Config তে ক্লিক করে ফাইল টি অ্যাড করে নিন.!

কাজ শেষ এখন Connect ক্লিক Config কান্টে করে নিন আর দেখেন আগে আরো ভালো স্পিড পাচ্ছেন।

Config এর সম্পন্ন ক্রেডিট @trickbuzz09 Telegram Group এর.!