Site icon Trickbd.com

আগামী মাসেই নিলাম হতে চলেছে বিশ্বের সব থেকে বড় হীরা

বিগত ১০০ বছরের মধ্যে আবিষ্কৃত হীরার মধ্যে এটিই সবচে বড় ও দামি। আকারে ১১৯০ ক্যারেট। আনুমানিক দাম হতে পারে ৭ কোটি টাকা কিংবা তারও বেশি।

আগামী মাসেই লন্ডনে নিলাম হতে চলেছে এই হীরার। আগামী ২৯ জুনই গোটা বিশ্ব জানতে পারবে এই হীরার মালিক হবেন কে! হীরার নামকরণ করা হয়েছে ‘Our Light’।

একটি টেনিস বলের সাইজে আবিষ্কৃত এই হীরা বহু প্রাচীন বলেই দাবি করা হচ্ছে। অবশ্য এর আগে ১৯০৫ সালে, এই হীরার দ্বিগুণ মাপের একটি হীরা আবিষ্কার করা হয়েছিল, যা ছিল ৩০০০ ক্যারেটের।

অন্যরা যা পড়ছে

গ্রাফিক ডিজাইন শিক্ষার্থীদের জন্য কিছু সুপার টিপস।

গ্রাফিক ডিজাইন এ টাইপোগ্রাফির ব্যবহার, দারুন টিপস

জেনে নিন ৯৯ ডিজাইন এ বিজয়ি হউয়ার ৮টা টিপস