Site icon Trickbd.com

[youtube] ইউটিউব থেকে ডাউনলোডের সহজ পদ্ধতি

Unnamed

বিসমিল্লাহির রাহমানির রাহীম। আস্সালামু আলাইকুম।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন । আপনাদের দোয়া আমি ভাল আছি। আজ একটা নতুন পোষ্ট শেয়ার করছি। আশা করি আপনাদের ভাল লাগবে।


[ইউটিউব থেকে ডাউনলোডের সহজ পদ্ধতি
ইউটিউব থেকে টপাটপ গান বা ভিডিও ডাউনলোড করতে পারছেন না? ডাউনলোডার দিয়ে আপলোড করতে হচ্ছে? তবে আর নয়, এখন অনেক সহজেই, ডাউনলো়ডার ছাড়া গান বা ভিডিও মুহূর্তেই ডাউনলোড করতে পারবেন। কী ভাবে? আসুন জেনে নিই।
১. প্রথমে ইউটিউবে যান। সেখানে আপনার পছন্দের গান বা ভিডিও সার্চ করে ওপেন করুন।
২. সেই গান বা ভিডিওটি চালান। এর পর ইউআরএল youtube.com-এ গিয়ে youtube শব্দটি থেকে শেষ তিনটি লেটার ube ডিলিট করে দিন। সঙ্গে সঙ্গে আপনি চলে যাবেন yout.com-এ
৩. একটা নতুন পেজ ওপেন হতেই ভিডিও বা গানের ফরম্যাটের(mp3/mp4) একটি অপশন আসবে। সেই সঙ্গে কোয়ালিটির অপশনও থাকবে। এর ঠিক নীচে লাল রঙের একটা ডট থাকবে। ওখানে গিয়ে ক্লিক করলেইচ গান বা ভিডিও ডাউনলোড হবে।
৪. এবার কিছুক্ষণ অপেক্ষা করুন। সেভ অপশন আসলে আপনার সুবিধামত ফোল্ডারে সেভ করুন।

৫. এরপর চালিয়ে দেখুন। অনেক সময় Select program আসতে পারে। আপনার কম্পিউটারের সুবিধা অনুসারে program select করুন।


______________________________^___________^^_________^______
ফেছবুকে আমি
___________________________________________________________
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন TipsaLL24.com