Site icon Trickbd.com

সতীর্থ শিখর ধাওয়ানের উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছেন মুস্তাফিজুর রহমান

Unnamed


মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে দাপুটে জয়ের পর সংবাদ
সম্মেলনে সতীর্থ শিখর ধাওয়ানের উচ্ছ্বসিত প্রশংসা
পেয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের বাংলাদেশি
পেসার মুস্তাফিজুর রহমান।
গতকাল রোববার হায়দরাবাদ ৮৫ রানের বিশাল ব্যবধানে
জিতেছে। এদিন মুস্তাফিজ তিন ওভার বল করে ১৬ রান
দিয়ে তুলে নিয়েছেন তিন উইকেট। চতুর্থ ওভারটি করার
সুযোগই পাননি তিনি। এর মধ্যেই মুম্বাইয়ের ইনিংস ৯২
রানের গুটিয়ে যায়। হায়দরাবাদের ১৭৭ রানের জবাবে ৮৫
রানে হেরে যায় মুম্বাই।
Advertisement

শিখর ধাওয়ান বলেন, ‘মুস্তাফিজ একজন গ্রেট বোলার।
তাঁর ক্রিকেট সেন্স ভালো। মুস্তাফিজ দারুণ মেধাবী
বোলার। শুরুর দিন থেকেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট
বড় প্রভাব ফেলেছেন এবং এটা অব্যাহত রেখেছেন।
আপনারা তাঁর স্লোয়ার, ইয়র্কার ডেলিভারি দেখেন,
সেগুলো দারুণ কোয়ালিটির। তিনি সব ধরনের ডেলিভারি
দিতে পারেন।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই
ইন্ডিয়ানসের বিপক্ষে দলের নবম ম্যাচে শুধু প্রথম
ওভারেই নয়, পরপর তিন ওভারে তিন উইকেট তুলে
নিয়েছেন হালের এই বোলিং সেনসেশন।
আইপিএলের নয় ম্যাচে ১৩ উইকেট নিয়ে সেরা উইকেট
সংগ্রাহকদের মধ্যে দ্বিতীয় স্থানে মুস্তাফিজ।
মুম্বাইয়ের পেসার মিচেল ম্যাকক্লেনাগান ১৪ উইকেট
নিয়ে শীর্ষে আছেন।
এই জয়ে হায়দরাবাদ নয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকায়
শীর্ষে উঠে গেছে। সমান পয়েন্ট নিয়ে তাদের পরই
রয়েছে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট লায়ন্স।

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন PostMela.Com

ফেসবুকে আমি