Site icon Trickbd.com

টাচস্ক্রিন যখন হাতজুড়ে

Unnamed

যুক্তরাষ্ট্রের কার্নেজ মেলন ইউনিভার্সিটির গবেষকদল ‘ফিউচার ইন্টারফেস গ্রুপ’ উন্মোচন করেছেন তাঁদের আবিষ্কার ‘স্কিন ট্র্যাক’। ছবি : ম্যাশেবল

ছোটপর্দার স্মার্টওয়াচ ব্যবহার করতে গিয়ে টাচস্ক্রিন নিয়ে অনেক ব্যবহারকারীকেই বেশ হিমশিম খেতে হয়। এবার এই বিপত্তির অবসান ঘটাতে যাচ্ছেন গবেষকরা। তাঁদের গবেষণার ফলাফল আপনার পুরো হাতজুড়েই টাচস্ক্রিন ইন্টারফেস বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তথ্য প্রযুক্তিবিষয়ক অনলাইন মাধ্যম ম্যাশেবল জানিয়েছে এই তথ্য।

যুক্তরাষ্ট্রের কার্নেজ মেলন ইউনিভার্সিটির গবেষকদল ‘ফিউচার ইন্টারফেস গ্রুপ’ উন্মোচন করেছেন তাঁদের আবিষ্কার ‘স্কিন ট্র্যাক’। আর তাঁদের নির্মিত পরিধানযোগ্য ইন্টারফেস স্মার্টওয়াচকে আরো বেশি ব্যবহারবান্ধব করে গড়ে তুলবে।

দুটি আলাদা অংশ নিয়ে সম্পূর্ণ হবে স্কিন ট্র্যাক প্রযুক্তি। তর্জনীতে পরিধানযোগ্য একটি আংটি, যা সংকেত পাঠাতে পারে এবং একটি স্মার্টওয়াচ ব্যান্ড। এই ব্যান্ডটিতে যুক্ত রয়েছে চারটি তড়িৎদ্বার যা আংটির এক্স এবং ওয়াই অক্ষর নির্ধারণ করতে পারবে।

শুধু আংটির অবস্থানই নয়, এই আংটি স্মার্টওয়াচ ব্যান্ড থেকে ঠিক কতদূরে অবস্থিত সেটিও এই তড়িৎদ্বারগুলো নির্ণয় করতে পারবে। যার ফলে নির্ভুলভাবে আঙুলের গতিবিধি বুঝে নিতে পারবে এটি। এ কাজে তারা প্রায় ৯৯ শতাংশ সময় নির্ভুলভাবে কাজ করে।

কার্নেজ মেলন ইউনিভার্সিটির গবেষকরা তাঁদের এই প্রযুক্তি সম্পূর্ণরূপে পর্যবেক্ষণের জন্য নিজেরা একটি স্মার্টওয়াচের প্রোটোটাইপ নির্মাণ করেছেন। আর তাঁরা দেখিয়েছেন ছোটপর্দার স্মার্টওয়াচের টাচস্ক্রিন ইন্টারফেস হতে পারে হাতের আঙুল থেকে শুরু করে কনুই পর্যন্ত পুরোটা জুড়েই। ফোন কল করা থেকে শুরু করে গান শোনা কিংবা লেখালেখির কাজটাও তাঁরা সেরেছেন হাতের ওপরে আঙুল দিয়ে স্পর্শ করেই।

তবে হাতের ওপর এভাবে অদৃশ্যভাবে আঁকাআঁকি করে বিভিন্ন ফিচার চালু করার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকতে পারে ব্যবহারকারীভেদে। কিংবা আলাদাভাবে একটি আংটি পরার ব্যাপার সাধারণ ব্যবহারকারীরা ঠিক কীভাবে গ্রহণ করে তা দেখার বিষয়। তবে গবেষকদের আশা, বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে চিন্তাভাবনা করবে।