Site icon Trickbd.com

দেশে সেরা ফেসবুক মেসেঞ্জার, বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ

Unnamed

অ্যান্ড্রয়েড ফোনে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের অ্যাপ্লিকেশনগুলোর (মেসেঞ্জার) মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ফেসবুক মেসেঞ্জার। তবে বিশ্বজুড়ে ব্যবহারের দিক থেকে শীর্ষে আছে হোয়াটসঅ্যাপ। যুক্তরাজ্যভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সিমিলারওয়েব জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন হিসেবে শীর্ষে থাকা হোয়াটসঅ্যাপ ১০৯টি দেশে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ বিশ্বের ৫৫ দশমিক ৬ শতাংশ অঞ্চলে এই অ্যাপটি ব্যবহৃত হয়। হোয়াটসঅ্যাপ যেসব দেশে শীর্ষে আছে তার মধ্যে রয়েছে ভারত, ব্রাজিল, মেক্সিকো, রাশিয়াসহ দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও ওশেনিয়ার কিছু দেশ। বর্তমানে ১০০ কোটির বেশি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। শুধু ভারতে ৭ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছে। সিমিলারওয়েব ১৮৭টি দেশে এ নিরীক্ষা চালিয়েছে।

সিমিলারওয়েবের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ফেসবুক মেসেঞ্জার। অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্রসহ ৪৯টি দেশে মেসেঞ্জার ব্যবহৃত হচ্ছে। মেসেঞ্জারের পরে রয়েছে ভাইবার। হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের বাইরে ১০ বা এর বেশি দেশে ব্যবহৃত একমাত্র মেসেঞ্জার হচ্ছে ভাইবার।

পূর্ব ইউরোপের দেশগুলোতে এর ব্যবহার বেশি। বেলারুশ ও ইউক্রেনে এটি বেশি ব্যবহৃত হয়। ২০১৬ সালের এপ্রিল মাস পর্যন্ত হিসাব অনুযায়ী, ইউক্রেনে ৬৫ শতাংশ অ্যান্ড্রয়েডচালিত যন্ত্রে ভাইবার ব্যবহৃত হচ্ছে। লাইন, উইচ্যাট, টেলিগ্রাম চীন, ইরান, জাপানসহ কয়েকটি দেশে ব্যবহৃত হচ্ছে। ব্ল্যাকবেরির বিবিএম এখনো ইন্দোনেশিয়ার মতো দেশে বহুল ব্যবহৃত অ্যাপ।

সূত্রঃ প্রথম আলো