Site icon Trickbd.com

শখের স্মার্টফোনটি খুঁজে পাচ্ছেন না? তাহলে সার্চ করুন গুগলে

Unnamed

সবার হাতে হাতেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন। কিন্তু আপনি আপনার শখের স্মার্টফোনটি খুঁজে পাচ্ছেন না। তাহলে সার্চ করুন গুগলে। আর এ আপনাকে যা করতে হবে।

১) Google সার্চে গিয়ে নিজের জি-মেল অ্যাকাউন্টে সাইন ইন করুন

২) তারপর Google সার্চ-এ লিখুন, ‘Where is my phone’।

৩) একটি ম্যাপ আসবে। ম্যাপের ওপরে বাঁ দিকে আপনার ফোনের মডেল নম্বর লেখা থাকবে।

৪) Google আপনার ফোনের সঙ্গে যোগাযোগ করে বলে দেবে লোকেশন।

৫) তারপর দুটি অপশন আসবে। একটি অপশন রিং করার জন্য, অপরটি লক করার জন্য। রিং করার অপশনে ক্লিক করলে আপনার ফোনে টানা ৫ মিনিট রিংটোন বাজবে। লক অপশনে ক্লিক করলে মুহূর্তে আপনার ফোন লকড হয়ে যাবে।

আর এভাবেই আপনি আপনার ফোনটি পেতে পারেন। কিন্তু আইফোন বা মাইক্রোসফট ব্যবহারকারীদের জন্য এ পদ্ধতি নয়।