সহজ কিছু ট্রিক যা আপনার পরিবার ও বন্ধুবান্ধবের চোখে আপনাকে বানাবে জাদুকর আর পরিবেশটিকে করে তুলবে আনন্দময়। এবার জেনে নিন ট্রিকটি


সবাই যা দেখবেঃ

সবার সামনে আপনার হাতে রাখা রুমাল কেটে দুই টুকরা করে ফেলে পুনরায় জোড়া লাগিয়ে দিবেন।

আপনি যা করবেনঃ

উপকরণঃ

১। একটা ১২ ইঞ্চি সাইজের সিল্কের রুমাল

২। একই রঙের একটা তিন ইঞ্চি সাইজের সিল্কের রুমাল

৩। একটা কাগজের টিউব

৪। একটা ধারালো কাঁচি

প্রস্তুতিঃ

১। যেকোন শক্ত ধরনের একটা কাগজ পাকিয়ে আট ইঞ্চি লম্বা এবং এক ইঞ্চি ব্যাসের একটি টিউব তৈরি করে নিতে হবে।

২। তিন ইঞ্চি সাইজের সিল্কের টুকরোটি টিউবের যে কোন একটা প্রান্তে দিয়ে ভেতরে ঢুকিয়ে রাখা হবে যাতে বাইরে থেকে সেটা দেখতে পাওয়া না যায়। এমন জায়গায় সেটা থাকবে যাতে ইচ্ছামতো আঙ্গুল দিয়ে বার করে আনা যায়।

৩। টিউব এবং কাঁচিটা টেবিলের ওপর রেখে বারো ইঞ্চি সাইজের রুমালটা ভাঁজ করে পকেটে রেখে দিতে হবে।

৪। এবার ১২ ইঞ্চির রুমালটা টিউবের ভেতরে প্রবেশ করিয়ে এক অংশ বাহিরে রাখুন। আবার টিউবের অন্য প্রান্তে এর ভেতরে আগে থেকে রেখে দেয়া রুমালের কিছু অংশ বের করে দিন। তাহলে দেখে মনে হবে যে টিউবের দুই পাশে রুমালের ২ প্রান্ত বের হয়ে আছে।

৫। এবার একটা ধারালো কাঁচি দিয়ে কাগজের টিউবটা ঠিক মাঝখান দিয়ে কেটে দিন। তাহলে টিউবটি দুখন্ড হয়ে যাবে। সবাই ভাববে ভিতরে থাকা রুমালটাও কেটে গেছে ।

৬। এবার কাটা টিউব থেকে ১২ ইঞ্চির রুমালটা বের করে সবাইকে দেখান যে রুমালটা ঠিকই আছে। সবাই অবাক হয়ে যাবে।

One thought on "জোড়া লাগান কেটে ফেলা রুমাল খুব সহযেই"

  1. Md Alamin Al Mamun Contributor says:
    এইটা কিছু হইল,,,,

Leave a Reply