Site icon Trickbd.com

সবাই দেখে নিন ল্যাপটপ কখন আবিষ্কার হয়েছিলো

Unnamed

১৯৮১ সালে অ্যাডাম অবসবোর্ন নয়, ল্যাপটপ আবিষ্কার হয়েছে

যিশু খ্রিস্টের জন্মেরও বহুকাল আগে। একদমই অবাস্তব গল্প নয়, ঠিক ল্যাপটপের মতোই ভাস্কর্য রয়েছে ক্যালিফোর্নিয়ার যে পল গেট্টি মিউজিয়ামে। প্রায় আধুনিক ল্যাপটপের প্রতিকৃতি সহ সেই যন্ত্রটিতে ইউএসবি পোর্টের ন্যায় গর্তও রয়েছে। দুই মাস আগে বিষয়টি প্রথম নজরে আসে ওই মিউজিয়ামে একটি প্রদর্শনীতে। গ্রিসের বিখ্যাত ডেলফি সমাধিস্থলের স্তম্ভে চলছিল ওই প্রদর্শনী।

পাথরে খোদাই করা ডেলফির ভাস্কর্যে দেখা যাচ্ছে, একজন নারী এক বালিকার হাতে তুলে দিচ্ছে ল্যাপটপ। তার চোখ আটকে আছে ল্যাপটপের পর্দায়। আধুনিক ল্যাপটপের মতো ইউএসবি পোর্টও রয়েছে ঠিক জায়গায়। বিশেষজ্ঞদের মতে, খ্রিস্টের জন্মের প্রায় ১০০ বছর আগে গ্রিসের ডেলফি সমাধিস্থলের স্তম্ভে ভাস্কর্যটি স্থাপিত হয়েছিল। ডেলফি সমাধিস্থল সম্পর্কে গ্রিক পুরাণে বলা হয়েছে, দেবতা অ্যাপোলোকে উৎসর্গ করে নির্মাণ করা হয় গ্রিসের পারনাসুস পাহাড়ের পাদদেশে অবস্থিত সমাধিস্থলটি। প্রাচীন গ্রিসের ওই বস্তুটি ল্যাপটপ ছিল কি না তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। গবেষকদের মধ্যেও এই নিয়ে রয়েছে দ্বিমত। যদিও সমাধিস্থলে ওই ধরণের ভাস্কর্য কেন চিত্রিত হল তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
___________________________________________________________ ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন TipsaLL24.com

_______
ফেছবুকে আমি