Site icon Trickbd.com

হোয়াটসঅ্যাপে নতুন ‘ রিপ্লাই’ ফিচার!

Unnamed

আপনার জন্য সবকিছু আরও সহজ থেকে
সহজতর করে দিতে একের পর এক আপডেট
আনছে হোয়াটসঅ্যাপ।
.
.
.
আপনি হোয়াটসঅ্যাপ-এ কারও সঙ্গে
ব্যক্তিগত চ্যাট করছেন। অন্যান্য গ্রুপে
হয়তো একের পর এক মেসেজ ঢুকছে।
দুটোই একসঙ্গে উত্তর দেওয়া সম্ভব নয়।
অনেক সময়ই তাড়াহুড়ো করতে গিয়ে
একজনের উত্তর আরেকজনকে দিয়ে
দেন।
.

কিংবা কোনও ব্যক্তিগত টেক্সট
ভুলবশতঃ অন্য গ্রুপে পোস্ট হয়ে গেল।

ব্যস বিপদে পড়লেন!
.
.
.
এবার আর এই ভুল বোঝাবুঝি হবে না।
হোয়াটসঅ্যাপ-এর নয়া আপডেট
ভার্সানে রিপ্লাই ফিচারের
মাধ্যমে টেক্সট নিয়ে ভুলবোঝাবুঝি
হওয়ার সম্ভাবনাই নেই। গ্রুপ হোক বা
একজন, প্রত্যেক ব্যক্তিকে আলাদা করে
উত্তর দেওয়া নয়া রিপ্লাই ফিচারে।
কী ভাবে পাবেন এই ফিচার? ব্যবহারই
বা করবেন কী করে?
.
.

১. যাকে সরাসরি উত্তর দিতে চান,
সেই ব্যক্তির মেসেজের উপর খানিক্ষণ
আঙুল চেপে রাখুন। ডান দিকে মেনু
অপশন আসবে।

২. সেখানে ‘রিপ্লাই’ ট্যাপ করুন,

মেসেজ আপনার টেক্সট বক্সে এমবেড
হয়ে যাবে।

৩. মেসেজ টাইপ করুন, পাঠিয়ে দিন।
জানা গেছে, অ্যান্ড্রয়েড এবং
আইওএস উভয় অপারেটিং সিস্টেমর
জন্যই এই ফিচার উন্মুক্ত করা হয়েছে।


জিপি ফ্রী নেট টিপস পেতে
এখানে ক্লিক করুন