Site icon Trickbd.com

কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে পিডিএফ ফাইল বানানো যায়?

Unnamed

একটা সময় ছিল যখন আপনি একটা ওয়ার্ড
ফাইল কে পিডিএফ ফরমেটে নিতে কত
কিছু
করতে হচ্ছে। এডোবি এক্রোবেট সহ
হাজারো প্লাগিন । কিন্তু এখন আর
দরকার নেই এসব। মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেল যে কোন ফাইল থেকেই করা
যাবে পিডিএফ।
এই সুবিধা থাকছে কেবল মাইক্রোসফট
অফিস ২০১০ এর ভার্সন থেকে। আপনার

পিসিতে আজি নিয়ে নিন অফিস ২০১০। এর
আগের কোন ভার্সন এই ফ্যাসিলিটি দিচ্ছে
না এই মুহুর্তে।
WORD-TO-PDF-FILE-CREATE
কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে
পিডিএফ করবেন? পিডিএফ ফাইল ফলো
করুন নিছের ধাপগুলো। খুবই সিম্পল একটা কাজ। প্রথমেই আপনি
অফিস ২০১০ কিংবা তার পরের যে কোন
ভার্সন দিয়ে ফাইল তৈরি করুন। সেই
ফাইলের ফাইল মেনু থেকে সেইভ এজ(save
as)
সিলেক্ট করুন। যে উইন্ডো আসবে তার নিচের দিকে Save as type: থেকে .pdf
নির্বাচন করে Save দিন। মাইক্রোসফট
ওয়ার্ড ফাইল পিডিএফ হয়ে যাবে।
এর চেয়ে আর সহজে পিডিএফ বানানোর
নিয়ম থাকতে পারে না।