Site icon Trickbd.com

সুদহীন কিস্তিতে কিনুন আপনার পছন্দ মত স্মার্টফোন

Unnamed

ঢাকা: সবার হাতে মোবাইল হ্যান্ডসেট তুলে
দিতে সহজ কিস্তিতে ফোন কেনার সুযোগ
করে দিলো দেশিয় মোবাইল ফোন
উৎপাদনকারী প্রতিষ্ঠান ওকাপিয়া।
বিনাসুদের কিস্তিতে কেনা যাবে
ওকাপিয়ার মোবাইল। সম্প্রতি প্রতিষ্ঠানটি
ইকোয়াটেড মানথলি ইন্সটলমেন্ট (ইএমআই)

সুবিধা চালু করেছে।
ওকাপিয়া মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক
মো. তোফাজ্জল হোসেন জানান, ব্র্যাক,
সিটি, ডাচ বাংলা, ইস্টার্ন, প্রাইম,
স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং ইউনাইটেড
কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট কার্ড
ব্যবহার করে বিনাসুদে তিন, ছয়, নয় এবং বার
মাসের কিস্তিতে হ্যান্ডসেট কিনতে
পারবেন।
ওকাপিয়া মোবাইলের ফিচার ফোন এবং
স্মার্টফোন কেনার ক্ষেত্রে এই সুবিধা
পাওয়া যাবে।