Site icon Trickbd.com

পুরনো প্রযুক্তির তিনটি অসাধারণ ব্যবহার জেনে নিন

Unnamed

পুরনো মোবাইল ফোন কিংবা পুরনো
কম্পিউটার অনেকের কাছেই এখন পড়ে
আছে। এসব প্রযুক্তিপণ্য ব্যবহার করতে
গিয়ে । এক প্রতিবেদনে বিষয়টি
জানিয়েছে ফক্স নিউজ।
১. সিসি ক্যামেরা
পুরনো মোবাইল ফোনকে ব্যবহার
করতে পারেন সিসি ক্যামেরা হিসেবে। এ
জন্য প্রথমেই প্রয়োজন একটি
ক্যামেরাসহ ফোন। এর সবকিছু নষ্ট
থাকলেও ক্যামেরাটি ভালো থাকতে হবে।
বাড়ির বাইরে যে স্থান দেখতে চান, তার
দিকে তাক করে রাখুন মোবাইলের
ক্যামেরাটি। ব্যস, হয়ে গেছে সিকিউরিটি
ক্যামেরা।
এ ছাড়া যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, তারা
‘সেলিয়েন্ আই’ নামের অ্যাপটি ব্যবহার
করতে পারবেন। দারুণ কাজের অ্যাপ। এটি
আপনার ক্যামেরার ফ্রেমে যেকোনো
নড়াচড়া ধরবে এবং মেসেজ করে তা
পাঠিয়ে দেবে। এর সঙ্গে ওয়াই-ফাইয়ের
মাধ্যমে হাতে থাকা ফোনটিতে সহজে

মেসেজ দেখতে পারবেন। নতুন বা
পুরনো আইফোন দিয়ে আরো বেশি
সুবিধা পেতে পারেন। ‘সেলিয়েন্ট আই’-
এর মতোই অ্যাপ রয়েছে আইফোনে।
ক্যামেরায় নড়াচড়া ধরা পড়লে তা রেকর্ড
করবে অ্যাপটি।
২. ডিজিটাল ফটোফ্রেম
আপনার কাছে যদি ডিজিটাল ফটোফ্রেম না
থাকে, তাহলে আপনার পুরনো
স্মার্টফোনটি ব্যবহার করতে পারেন
ডিজিটাল ফটোফ্রেম হিসেবে।
অ্যাপ্লিকেশন ‘ডেফ্রেম’ ব্যবহার করে
তৈরি করা যাবে এই ফটোফ্রেম। নির্দিষ্ট
সময় পর পর ছবি পরিবর্তনও হবে। চাইলে
সুন্দর কেসিং ব্যবহার করে টেবিল কিংবা
বিছানার পাশে রাখা যেতে পারে ডিভাইসটি। এ
ক্ষেত্রে স্মার্টফোনটি ফ্যাবলেট
(যেসব স্মার্টফোনের পর্দা ৫.০১
থেকে ৬.৯ ইঞ্চি হয়) হলে ভালো হয়।
৩. পুরনো কম্পিউটার
পুরনো কম্পিউটার অন্যান্য নতুন ডিভাইসের
আগমনের সঙ্গে সঙ্গে তুলনামূলকভাবে
ধীর গতিসম্পন্ন হয়ে পড়ে। অনেকেই
র্যাম, প্রসেসর কিংবা অন্যান্য যন্ত্রপাতি
ইনস্টল করে এ যন্ত্রগুলোর লাইফ টাইম
বাড়াতে পারেন। যদিও একসময় পুরনো
হার্ডওয়্যারে নতুন সফটওয়্যার ইনস্টল করা
যায় না। এছাড়া রয়েছে পুরনো হার্ডওয়্যার
বাজারে পাওয়ার সমস্যা। এ সমস্যায়
অনেকেই পুরনো কম্পিউটার সচল
থাকলেও তা চালাতে পারেন না। এ সমস্যা
সমাধান এনেছে লিনাক্স অপারেটিং সিস্টেম।
এছাড়া রয়েছে গুগল ক্রোম অপারেটিং
সিস্টেম। এটি গুগল ক্রোম ব্রাউজারেই
পাওয়া যাবে। ক্রোম ওএস অনেকটা
পুরনো ভার্সনের উইন্ডোজের
মতোই কাজ করে। এতে রয়েছে স্টার্ট
বাটন, টাস্কবার ও অ্যাপস।
.
.
টেকনোলোজি সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে ভিজিট করুন → Ictwap24.Com