Site icon Trickbd.com

বিশ্বের প্রথম স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসরযুক্ত স্মার্টফোন আনল আসুস

Unnamed


বিশ্বের প্রথম কোয়ালকম’স
স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর যুক্ত
স্মার্টফোন ‘জেনফোন ৩
ডিলাক্স’ সাড়া ফেলে
দিয়েছিল গ্যাজেট-দুনিয়ায়।

এবার আরও একধাপ এগিয়ে
তাইওয়ানের সংস্থা আসুস
বাজারে আনছে কোয়ালকম’স
স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর
চিপসেট যুক্ত স্মার্টফোন। আবারও
এই প্রথম গ্যাজেট-প্রেমীরা
কোয়ালকম চিপসেট-এর
সাম্প্রতিকতম সংস্করণ পাবেন
জেনফোন থ্রি ডিলাক্স

স্মার্টফোনের হাত ধরে।

কোয়ালকম-এর অত্যাধুনিক
স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে
নিউ জেনফোন থ্রি ডিলাক্সে
থাকছে, ৬জিবি র্যাম, ২৫৬জিবি
ইন্টারনাল স্টোরেজ। পুরো
মেটাল বডির ফোনটি পাওয়া
যাবে টাইটেনিয়াম গ্রে,
গ্লেসিয়ার সিলভার ও স্যান্ড
গোল্ড রঙে। এছাড়াও থাকছে
৫.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে,
১০৮০X১৯২০ পিক্সেল রেজলিউশন।

থাকছে ২৩ মেগাপিক্সেল
ক্যামেরা, সঙ্গে এলইডি ফ্ল্যাশ,
ফ্রন্ট ক্যামেরা ৮
মেগাপিক্সেল-এর। ৪ হাজার
পর্যন্ত ভিডিয়ো রেকর্ডিং
সাপোর্ট করতে পারবে এই ফোন।

আসুস-এর তরফে জানানো হয়েছে,

অ্যান্ড্রয়েড মার্শমেলো নিউ
জেনফোন থ্রি ডিলাক্সের দাম
রাখা হয়েছে ৭৭৫ মার্কিন
ডলার। তাইওয়ানে ফোনটির
বিক্রি শুরু হবে অগাস্টে।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦…(ফেসবুকে আমি)..♦…♦.