Site icon Trickbd.com

জেনে নিন গুগল ক্রোমের খুঁটিনাটি

Unnamed

অমনিবক্সের সুবিধাঃ

ব্রাউজারের অ্যাড্রেস বারকে গুগল
ক্রোমে অমনিবক্স বলা হয়। এখানে কিছু
লিখে এন্টার করলেই সেটি গুগল
সার্চেও পাওয়া যায়।

কাজ করতে
গিয়ে হুট করে যোগ, ভাগ, গুন করার
প্রয়োজন পড়লে কাঙ্ক্ষিত সংখ্যা
লিখে দিলে দ্রুত ফলাফল পাওয়া
যাবে। যেমন সাধারণত যোগ করতে ১৫ +
৬ অমনিবক্সে লিখে এন্টার করলে
সেটির যোগ ফল দেখা যাবে। একই
নিয়মে গুন ও ভাগ করা যাবে
অমনিবক্সে থেকেই।

ভুলে ট্যাব বন্ধ হলেঃ

কাজ করতে গিয়ে ভুল করে কোনো
ট্যাব বন্ধ করেছেন কিন্তু সেই ট্যাবের
কাজটা জরুরি ছিল! চিন্তা করবেন
না, কি-বোর্ড থেকে Ctrl + Shift + T
চাপুন অথবা চালু থাকা অন্য ট্যাবের
টাইটেল বারে মাউসের রাইট বোতাম
চেপে Reopen closed tab এ ক্লিক করলে
সেটি পুনরায় খুলে যাবে।

টাস্ক ম্যানেজারঃ

কম্পিউটারের টাস্ক ম্যানেজারের
মতো গুগল ক্রোমেও টাস্ক ম্যানেজার
আছে। একসঙ্গে একাধিক ট্যাব নিয়ে
কাজ করতে অনেক সময় ব্রাউজার ধীর
হতে পারে।
তখন ক্রোমের টাস্ক
ম্যানেজার চালু করে সিপিইউ এবং
মেমোরির ব্যবহার দেখে নিতে
পারেন। প্রয়োজনে যে ট্যাব বেিশ
মেমোরি বা সিপিইউ ব্যবহার করছে
সেটি বন্ধ করতে পারবেন। এ জন্য
টাইটেল বারের ফাঁকা জায়গায়
মাউসের রাইট ক্লিক করে Task manager
খোলা যাবে। অথবা Shift + escape key
চাপলেই টাস্ক ম্যানেজার চালু হবে।

অটো প্লে বন্ধঃ

ইউটিউব, ভিমিও, পেন্ডোরার ভিডিও
বা ফ্ল্যাশ ফাইল যদি আপনা আপনি
চলতে থাকে তবে সেটি বন্ধ করে নিন।
এ জন্য ক্রোম চালু করে ব্রাউজারের
অমনিবক্সে (অ্যাড্রেস বার) chrome://
settings/content লিখে এন্টার চাপুন।
Content Settings খুলে যাবে। এর নিচে
এসে Plug-ins বিভাগের Click to play
নির্বাচন করে দিন। তাহলে কোনো

ভিডিও আর স্বয়ংক্রিয় চালু হবে না
ফলে ইন্টারনেটের মেগাবাইটও সাশ্রয়
হবে। জমা থাকবে সবকিছুঃ

যদি একাধিক কম্পিউটারে কাজ করে
অভ্যস্ত হয়ে থাকেন তাহলে নতুন করে
অন্য কম্পিউটারে ক্রোমের জন্য আলাদা
সেটিংস করতে হবে না। চাইলেই একই
বুকমার্ক, এক্সটেশান, থিম, হিস্ট্রিকে
অন্য কম্পিউটারের ক্রোম ব্রাউজার
থেকেও ব্যবহার করতে পারবেন।

অর্থাৎ,
এক কম্পিউটারে যে কাজ করেছেন একই
কাজ বা ওয়েব ঠিকানা আর মনে
রাখতে হবে না। অন্য কম্পিউটারে
গিয়ে ঠিক সেটিই ব্যবহার করতে
পারবেন। এ জন্য Sign in to Chrome এ
আপনার ব্যবহৃত জিমেইল অ্যাকাউন্ট
দিয়ে লগইন থাকতে হবে। ক্রোমে লগইন
না থাকলে ব্রাউজারের ওপরের ডান
পাশের সেটিংস থেকে Sign in to
Chrome এ ক্লিক করুন। লগইন মেন্যু এলে
জিমেইলের ইউজার নেম, পাসওয়ার্ড
দিয়ে লগইন করে নিন। অন্য কম্পিউটারে
কাজ করলে একই জিমেইল অ্যাকাউন্ট
দিয়ে আবার সেই ব্রাউজারে Sign in to
Chrome-এ লগইন করতে হবে।

পিন ট্যাবঃ

কোনো ওয়েব ঠিকানা বা
সংযোগকে (লিঙ্ক) যদি প্রতিদিন
খোলার দরকার পড়ে, তবে সেই ট্যাবকে
পিন করে রাখতে পারেন। তাহলে
সেই ট্যাব প্রত্যেকবার ব্রাউজার চালু
হওয়ার সঙ্গেই লোড হবে। নতুন করে
খোলার দরকার হবে না। এটি করতে
কাঙ্ক্ষিত ট্যাবের ওপর মাউসের ডান
বোতাম চেপে Pin tab এ ক্লিক করুন।

ট্যাব থেকে ট্যাবেঃ

একসঙ্গে অনেকগুলো ওয়েব
ঠিকানাকে আলাদা ট্যাবে
চালানোর সুবিধা তো আছেই।
চাইলেই Ctrl + Tab চেপে আলাদা
ট্যাবে যেতে পারবেন। Ctrl + 1 চাপলে
প্রথম ট্যাবে, Ctrl + 2 চাপলে দ্বিতীয়
ট্যাবে এভাবে পর্যায়ক্রমে Ctrl কি
এবং কাঙ্ক্ষিত ট্যাবের আনুমানিক
অবস্থান দেখে নিয়ে সে কি চাপলেই
তাতে যাওয়া যাবে।

ইনকগনিটো মুডঃ

ইনকগনিটো মুড একটি ব্যক্তিগত
ব্রাউজিং সুবিধা। আপনি যদি
ইনকগনিটো মুডে ব্রাউজ করেন তবে
হিস্টোরি, কুকিজ, ডাউনলোডের
কোনো রেকর্ড ব্রাউজারে থাকবে

না। ব্রাউজিং শেষে সব মুছে যাবে।
ক্রোম ব্রাউজার চালু করে Ctrl + Shift + N
একসঙ্গে চাপলে এটি খুলবে। অথবা
ক্রোমের Settings-এ গিয়ে New incognito
Window তে ক্লিক করলেই হবে। অথবা
যেকোনো লিঙ্কের ওপর মাউসের রাইট
বোতাম চেপে open link in incognito window
নির্বাচন করে খুললে কাঙ্ক্ষিত
লিঙ্কের কোনো রেকর্ড ব্রাউজার
জমা করবে না। একইভাবে এই সুবিধা
ব্যবহার করে আপনি একই ব্রাউজারে
দুটি আলাদা ই-মেইল, বা ফেসবুক
অ্যাকাউন্টে লগইন করতে পারবেন।
আপনার যদি দুটি আলাদা ই-মেইল
অ্যাকাউন্ট থাকে তবে রেগুলার
ক্রোমে সেটি চালু থাকা অবস্থায়
ইনকগনিটো মুডে আরেকটি অ্যাকাউন্ট
খুলতে পারবেন। সহজ ব্রাউজিংঃ

* ব্রাউজারে কোনো তথ্য খুঁজতে গিয়ে
নতুন কোনো বিষয় চোখে পড়ল এবং
সেটি সম্পর্কেও জানতে চাইছেন। এমন
হলে হয়তো সেই বিষয়টা আবার
আরেকটা ট্যাবে লিখে সার্চ করতে
চাচ্ছেন। থামুন! আলাদাভাবে ট্যাব
খুলে সার্চ না করে সেই বিষয়ের
লেখাগুলো মাউস দিয়ে নির্বাচন করে
তাতে রাইট ক্লিক করে Search Google for
এ ক্লিক করলে আলাদাভাবে গুগল
সাচের্র সুবিধা পেয়ে যাবেন।
* ওয়েব পেজে কোনো নতুন লিঙ্ককে
আলাদা ট্যাবে খুলতে চাইলে সেই
লিঙ্কের ওপর কারসার নিয়ে মাউসের
স্ক্রোল বোতাম চাপুন।
* একইভাবে কোনো ট্যাবকে বন্ধ করতে
হলে সেই ট্যাবের ওপর কারসার নিয়ে
আবার মাউসের স্ক্রোল বোতাম
চাপলে সেটি বন্ধ হবে।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦…(ফেসবুকে আমি)..♦…♦.