Site icon Trickbd.com

আপনার ছবিতে HDR ইফেক্ট দিন আর হয়ে যান প্রফেশনাল ফটোগ্রাফার

Unnamed

যারা পুরাতন তারা হয়তো এ সফটওয়্যার ব্যবহার করে দেখেছেন। শখের ফটোগ্রাফারের জন্য অত্যন্ত কাজের একটা সফটওয়্যার।

নতুন এ ভার্শনে অনেক নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে। আর এটা পোর্টেবল ভার্শন না। তাই পাচ্ছেন সম্পুর্ন ব্যবহারের সুযোগ। এবার আসি টিউনের কথায়।

আপনারা যারা HDR ইফেক্ট কি জানেন না তাদের জন্য বলছি HDR (হাই ডায়নামিক রেজ্ঞ) ইফেক্ট সাধারণত প্রফেশনাল ফটোগ্রাফাররা তাদের ফটোগ্রাফিতে দিয়ে থাকেন।

যেই ইফেক্ট দিয়ে আপনি খুব সহজেই একটা সাধারন ছবিকেও অসাধারন করে দিতে পারেন।

নিচের ছবিগুলি দেখলেই অনুমান করতে পারবেন।

HDR ইফেক্ট দেওয়ার আগে:

ইফেক্ট দেওয়ার পরেঃ

আশা করি সবাই বুঝতে পারছেন কি রকম মজার এই ইফেক্ট। তাহলে আর দেরি কেনো আপনিও আপনার ছবিতে এই ইফেক্ট দিন আর মজা দেখুন।

– যেভাবে তৈরি করবেন আপনার HDR ছবিঃ

প্রথমে আপনার ছবি লোড করে নিন। ড্রাগ & ড্রপ করেও ছবি লোড করা যাবে।

এখন দেখবেন অটো আপনার ছবিতে HDR ইফেক্ট যুক্ত হয়েছে।
এখন আপনি যদি কোন এডিট ছাড়াই ছবিটি সেভ করতে চান তাহলে ok চাপুন।

Full HDR এর জন্য অনেক কিছু করা লাগবে। তাই আর বিস্তারিত গেলাম না। সব শেষে ছবিটি সেভ করুন।

এভাবে খুব সহজেই HDR ছবি তৈরি করতে পারেন।

ডাউনলোড লিঙ্কঃ Dynamic Photo- HDR 5। সাইজ মাত্র ১৪ মেগাবাইট।

আশা করি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।

#Posted by: Hridoy