Site icon Trickbd.com

যে কারণে কিবোর্ডের অক্ষরবিন্যাস আগের মতোই রয়ে গেছে

Unnamed



অনেকেই সারাদিন ধরে
কিবোর্ড ব্যবহার করেন।
কম্পিউটারে বা স্মার্টফোনে
কিছু লিখতে বা ই-মেইল করতে
অহরহ কিবোর্ড টিপাটিপি
চলছেই। কিন্তু ইংরেজি
অক্ষরগুলো ক্রম অনুসারে না
লিখে QWERTY কিবোর্ড কেন
ব্যবহার করা হয়? তাও কিবোর্ডের
ওপরের দিকের বাম দিকের ৬টি
অক্ষর কেন ব্যবহার করা হয়?
.
ম্যানুয়েল টাইপরাইটারে
কিগুলো সাজানো হয় মানুষ
সবচেয়ে বেশি যে অক্ষরগুলো
ব্যবহৃত হয় তার ওপর ভিত্তি করে।
কিন্তু মানুষ ক্রমেই দ্রুততার সঙ্গে
লেখতে শুরু করল। [img id=189570]তখন ওই
কিবোর্ডটি বাধা হয়ে দাঁড়াল।
প্রথম টাইপরাইটারের প্যাটেন্ট
করা হয় ১৮৬৮ সালে। তখন
অক্ষরগুলো সাজানো হয়
পিয়ানোর আদলে।
.
টাইপরাইটারের কি-এর বারগুলো
একটি-অপরটির খুব কাছাকাছি
থাকে। অনেকেই বলেন, QWERTY
কিবোর্ড আসলে বানানো হয়
লেখার গতি কমিয়ে আনতে,
কিন্তু[img id=189570]এ ক্ষেত্রে টাইপরাইটার
জ্যাম হয়ে যায় না। আগের
টাইপরাইটারের দ্রুতগতিতে
লিখতে গেলে তা জ্যাম হয়ে
যেত। ওই কিবোর্ডের বেশি
ব্যবহৃত কি-বারগুলো একে অন্যের
বেশি কাছাকাছি ছিল।
.
এতে
লেখার সময় ঘন ঘন আটকে যেতে
হতো।
এ সমস্যা থেকে মুক্তি পেতে
১৮৭০-এর দশকে বাজারে আসে
QWERTY কিবোর্ড। [img id=189570]এই কিবোর্ডের
ডিজাইন করেন এক পত্রিকার
এডিটর ক্রিস্টোফার ল্যাটহ্যাম
সোলস। তিনি আসল টাইপরাইটার
বানানোর অন্যতম হোতা
ছিলেন। তিনি এ কিবোর্ডের
বোতামগুলো এমনভাবে স্থাপন
করেন যেখানে যান্ত্রিক
ত্রুটিগুলো সামলে দ্রুত লেখার
ব্যবস্থা করা
হয়েছে[img id=189570] পরে তিনি রেমিংটনের সঙ্গে
চুক্তি আসেন। তৈরি হয় অতি
জনপ্রিয় রেমিংটন নম্বর ২
মেশিন। এ কিবোর্ডের ওপরের
বোতামগুলো ব্যবহার করে
টাইপরাইটার লেখা যাবে।
.
তবে বিশেষজ্ঞরা ভিন্ন তত্ত্ব
দেন। ২০১১ সালে কোইচি
ইয়াসুয়োকা এবং মটোকো
ইয়াসুয়োকা যুগান্তকারী মোর্স
কোড যুক্ত করে কিবোর্ডে।
তারা বলেন, আগে যারা
টাইপরাইটার ব্যবহার করতেন
তারা ছিলেন মূলত টেলিগ্রাফ
অপারেটর। তাদের নতুন
কিবোর্ডে লেখতে বেশ সমস্যার
সৃষ্টি হতো।
.
পরে আধুনিক কম্পিউটারেও যোগ
হয় QWERTY কিবোর্ড। এখনো তা
দারুণ জনপ্রিয় কিবোর্ড হিসাবে
প্রচলিত।


ধন্যবাদ

〘♚♔ ফেসবুকে আমি♚♔〙

তথ্য প্রযুক্তি সেবায় আপনাদের পাশে