Site icon Trickbd.com

অলিম্পিক গেমস এর মজা নিন হোয়াটসঅ্যাপেও!

Unnamed

সামনেই অলিম্পিক-‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে কাউন্টডাউন। আর সেই মজার সঙ্গে নতুন মজা জুড়ে দিল হোয়াটস অ্যাপ।হোয়াটস অ্যাপে অনেকেই মেসেজ লেখার বদলে ইমোজি দিয়ে কাজ চালিয়ে নেন। তবে যারা মেসেজ লেখেন তারাও বিভিন্ন ইমোজি ব্যবহার করে মজা পান। এমনিতেই ইমোজি লিস্টে ফুটবল বাটনে হাত দিলেই মেলে বিভিন্ন খেলার ইমোজি। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে অলিম্পিক স্পেশাল ইমোজি। হোয়াটস অ্যাপে লেটেস্ট ভার্সনে গেলেই ইমোজিটি ওই তালিকার একেবারে শেষে দেখা যাবে। আপাতত এই ইমোজিটি ব্যাবহার করতে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা। আই-ফোন ব্যবহারকারীরা এখনই এই সুবিধা পাবেন না। তবে অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদেরও হোয়াটস অ্যাপ আপডেট করে নিতে হবে।

স্বল্পমূল্য ট্রিকবিডির মত ওয়েবসাইট তৈরি করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করুন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Exit mobile version