অডিও-ভিডিও চ্যাটিং এবং
টেক্সট মেসেজিংয়ের ক্ষেত্রে
বিপ্লব সৃষ্টিকারী অ্যাপ হলো
মাইক্রোসফট কর্পোরেশনের
স্কাইপ। বিশ্বের যেকোন
প্রান্তে থাকা আকাঙ্খিত
মানুষটির সঙ্গে কথা বলা
কিংবা ভার্চুয়ালি দেখা
সাক্ষাতও করা যায়।
.
শুধু তাই নয়,
অফিসিয়াল কাজেও স্কাইপের
ব্যবহার দেখার মতো।
সারা পৃথিবীর অগুনতি মানুষের
কাছে অত্যন্ত জনপ্রিয় এই অ্যাপ
এবার নিয়ে এসেছে একটি
বিশেষ ফিচার। [img id=189570]এই ফিচারটির
নাম দেওয়া হয়েছে ‘রিয়াল
টাইম ট্রান্সলেশন’। এই ফিচারটি
স্কাইপ ব্যবহারকারীদের একটি
বিশেষ সুবিধা দেবে।
ভিনদেশের কোন বন্ধু কিংবা
পরিচিতজনের সঙ্গে এবার
অনায়াসেই আড্ডা দিতে
পারবেন বাংলায়!
.
কিন্তু কীভাবে? এক প্রান্তের
বন্ধু নিজের ভাষায় যা বলবেন
স্কাইপ ট্রান্সলেটর তা অপর
[img id=18
9570]প্রান্তের বন্ধুর ভাষায় অনুবাদ
করে দেবে। বর্তমানে কেবল
উইন্ডোজে স্কাইপ
ব্যবহারকারীরা এই সুবিধাটি
পাবেন। খুব দ্রুতই এই ফিচারটি
অ্যান্ড্রয়েডের জন্য উন্মুক্ত করা
হবে।