ধরুন, এমন কোথাও বেড়াতে গেছেন
যেখানে মোবাইল চার্জ দেওয়ার
কোন উপায় নেই কিংবা বাসায়
আছেন কিন্তু দীর্ঘসময় ইলেকট্রিসিটি
নেই। কি হবে তখন? অথবা ভাবুন বিপদে
পড়েছেন এমন সময় মোবাইল চার্জ
দেওয়ার কোন ব্যবস্থা নেই আশেপাশে।
তখন কি করবেন?
আমি যদি বলি এনার্জি ড্রিংকস আর
একটা সাধারণ পেঁয়াজ দিয়ে আপনি
স্মার্টফোন চার্জ দেওয়ার কাজটি
করতে পারেন তবে কি আপনি অবাক
হবেন? অবিশ্বাস্য হলেও সত্যি এই যে
আপনি চাইলে এনার্জি ড্রিংকস আর
পেঁয়াজ দিয়ে আপনার স্মার্টফোন
চার্জ দিতে পারেন।
.
.
এ কাজের জন্য আপনার যা যা
লাগবেঃ
একটি বড় পেঁয়াজ, এক বোতল
এনার্জি ড্রিংক্স, একটি বাটি, স্ক্রু
ড্রাইভার, চার্জার আর স্মার্ট ফোন।
কি করবেনঃ
.
প্রথমে একটি বাটিতে এনার্জি
ড্রিংক ঢেলে নিন।
এবার পেঁয়াজটির
দুই পাশে স্ক্রু ড্রাইভার দিয়ে ছোট
দুইটি ছিদ্র করে দিন যেন এনার্জি
ড্রিংক পেঁয়াজের অভ্যন্তরে প্রবেশ
করতে পারে। এবার বাটির এনার্জি ড্রিংক্সে
পেঁয়াজটিকে ভিজিয়ে রাখুন।
.
৩০ মিনিটের মত সময় অপেক্ষা করুন যেন
পেঁয়াজের অভ্যন্তরে এনার্জি
ড্রিংক্স প্রবেশ করে।
৩০ মিনিট পর পেঁয়াজের যে কোন
অংশে চার্জারের এক প্রান্ত এবং
মোবাইলে অন্য প্রান্ত যুক্ত করুন। দেখুন
.
প্রক্রিয়াটি না বুঝলে দেখে নিতে
পারেন নিচের ভিডিওটি!
.
ইউটিউব ভিডিও লিংকঃ
.
(প্রক্রিয়াটি নিজ দায়িত্বে করবেন)
.
ধন্যবাদ
তথ্য প্রযুক্তি সেবায় আপনাদের পাশে