Site icon Trickbd.com

ডিলিট করলেও সব চ্যাট রয়ে যায় হোয়াটসঅ্যাপে!

Unnamed



নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন
ওঠায় মাস খানেক আগেই এন্ড টু
এন্ড এনক্রিপসন চালু করেছে
হোয়াটসঅ্যাপ। এই প্রযুক্তিতে
কোনও ব্যক্তি যাঁকে মেসেজ
পাঠাচ্ছেন বা যে গ্রুপে
মেসেজ পাঠাচ্ছেন, সেই
মেসেজ দুই ব্যক্তি বা গ্রুপের
ব্যক্তিরা ছাড়া তৃতীয় কোনো
ব্যক্তি দেখতে পাবেন না।
এমনকি দেশের সরকারও না।
.
কিন্তু এত নিরাপত্তাও হয়ে গেল
ফসকা গেরো! প্রযুক্তিবিদরা
বলছেন, হোয়াটসঅ্যাপ-এ কোনও
চ্যাট-ই আসলে ডিলিট হয় না।
গ্রাহক ডিলিট করলেও।
অ্যাপেল iOS সিকিউরিটি
বিশেষজ্ঞ জনাথন জিয়ার্স্কির
দাবি, হোয়াটসঅ্যাপ-এর নতুন
ভার্সনে আপনি চ্যাট ডিলিট
করে দিলেও সব চ্যাট-ই চাইলে
যে কোনো ফরেন্সিক ট্রায়ালে
প্রয়োজন হলে পাওয়া যাবে।
.
অর্থাৎ এনক্রিপসন সরিয়ে দিতে
বেশি কসরত করতে হবে না।
তাঁর কথায়, ‘আপনি যদি আজ পর্যন্ত
হোয়াটসঅ্যাপ-এ যত চ্যাট
করেছেন, সেগুলি সব ডিলিট
করে দেন, তাহলেও ডিলিট হয়
না। শুধু মাত্র আপনার ডিভাইস
থেকে চ্যাটগুলো মুছে যায়।’
.
তাহলে উপায়?
জিয়ার্স্কি-র পরামর্শ, একটাই
উপায় রয়েছে। হোয়াটসঅ্যাপ
আনইনস্টল করে দিলে বা ফোন
থেকে চিরতরে মুছে দিলেই
একমাত্র চ্যাটগুলি পাওয়া আর
সম্ভব নয়।


ধন্যবাদ

〘♚♔ ফেসবুকে আমি♚♔〙

তথ্য প্রযুক্তি সেবায় আপনাদের পাশে

Exit mobile version