Site icon Trickbd.com

এবার ‘হ্যাক’ হতে পারে আপনার মস্তিষ্ক!

Unnamed



ইমেল অ্যাকাউন্ট বা
মোবাইল নয়, এবার হ্যাক হতে
পারে মানুষের মস্তিষ্ক। অবাক
হলেও এমনটাই দাবি করছেন কিছু
বিজ্ঞানী। একবিংশ শতকের
বিজ্ঞানে এটাই না কি বিস্ময়কর
আবিষ্কার হবে বলে দাবি
বিজ্ঞানীদের।
.
মস্তিষ্ক হ্যাক করতে জাদু বা
সম্মোহনের দরকার হবে না। কারণ,
এমন এক যন্ত্র আবিষ্কার হয়েছে, যা
নাকি নিজে থেকেই মানুষের
মস্তিষ্কের সব সিগন্যালকে ধরে
ফেলবে এবং তা টিভি বা
কম্পিউটার মনিটরে দেখিয়েও
দেবে।
.
মস্তিষ্ক পড়ার এ যন্ত্র এরই মধ্যে
নাকি আবিষ্কার হয়েও গিয়েছে
বলে দাবি করছেন
ইউনিভার্সিটি অফ অরিগন-এর
বিজ্ঞানীরা।জার্নাল অফ
নিউরো সায়েন্স’ প্রকাশিত
প্রবন্ধে বলা হয়েছে, মানুষের
মনের ভেতরে কী চলছে, কোন
কথা ঘুরপাক খাচ্ছে-সবই নাকি
দেখিয়ে দেবে এই যন্ত্র।


ধন্যবাদ

〘♚♔ ফেসবুকে আমি♚♔〙

তথ্য প্রযুক্তি সেবায় আপনাদের পাশে