Site icon Trickbd.com

কম্পিউটারে ডিফল্ট ড্রাইভ ‘সি’ থাকে কেন জানেন কি?

Unnamed




কখনো ভেবে
দেখেছেন কি কোন অজ্ঞাত কারণে
বেশির ভাগ কম্পিউটারের
অপারেটিং সিস্টেম ‘সি’ ড্রাইভে
থাকে? আবার কম্পিউটারে পেন
ড্রাইভ বা যে কোনও ইউএসবি
ড্রাইভ ঢোকালে বেশির ভাগ সময়ে
‘এফ’ বা ‘জি’ ড্রাইভ হিসাবে
দেখায়। ‘এ’ বা ‘বি’ ড্রাইভ হিসাবে
কোনও কিছু দেখায় না কেন?
.
.

এর উত্তর পেতে হলে আমাদের বেশ
কয়েক দশক পিছিয়ে যেতে হবে।
আদি কম্পিউটারে বাধ্যতা মূলক
ভাবে কোনও হার্ডডিস্ক থাকত না।
পরিবর্তে থাকত ফ্লপি ডিস্ক। সেই
সময়ে দু’রকম ফ্লপি ডিস্ক পাওয়া
যেত। সেই দু’রকমের ডিস্কের জন্য
দু’টি আলাদা ড্রাইভ থাকত
কম্পিউটারে।
.
.

সেই ড্রাইভ দু’টিকে
‘এ’ এবং ‘বি’ ড্রাইভ বলা হত। ১৯৮০
সাল নাগাদ কম্পিউটারে হার্ড
ড্রাইভ বাধ্যতামূলক হওয়ার পর সেটি
‘সি’ ড্রাইভ হিসাবে চিহ্নিত হয়।
পরে ফ্লপি ড্রাইভের চল উঠে
গেলে ‘এ’ এবং ‘বি’ ড্রাইভও বিলুপ্ত
হয়। তবে সাধারণভাবে ‘সি’ ড্রাইভ নাম
থাকলেও অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট
থাকলে তা বদলও করা যায়।

ধন্যবাদ

〘♚♔ ফেসবুকে আমি♚♔〙

তথ্য প্রযুক্তি সেবায় আপনাদের পাশে

Exit mobile version