Site icon Trickbd.com

এবার DC লাইনের কোন কিছু চালাতে গেলে নেগেটিভ পজেটিভ নিয়ে চিন্তার দিন শেস দেখুন।

Unnamed

প্রথমে ধন্যবাদ জানাই Shadin ভাইকে আমাকে টিউনার করার জন্য আর এ বিষয়ে সাহায্য করার জন্য শ্রধ্যেয় Reja BD ভাইকে অনেক অনেক ধন্যবাদ।

আমার ট্রিকবিডিতে এটাই ফাস্ট টিউন ভালোলাগলে সবাই কম্মেন্ট করে আমাকে নতুন কিছু লেখাতে আপনারা উৎসাহিত করবেন আশা করি।

দেশে সব জায়গাতে এসি বিদ্যুত্‍ নাই! তাই যেখানে এসি বিদ্যুত্‍ নেই সেখানে ডিসি বিদ্যুত্‍ দিয়ে ক্যাসেট, সিডি, ডিভিডি, অ্যামপ্লিফায়ার টেলিভিশন ইত্যাদি চালানো হয়! কিন্তু ভয় থাকে একটায়, যদি কখনো মনের ভুলে লাইন উল্টাপাল্টা করে দেওয়া হয়, তাহলে কি ঘটবে? নিশ্চই আইসিটি পুরে যাবে! আর ঘরে যদি ছোট পোলাপান থাকে তাহলে তো কোন কথাই নেই!

এবার নেগেটিভ পজেটিভ বা লাল কালো উল্টাপাল্টা হওয়ার ভয় থেকে বাচুন! এসি বিদ্যুতের মতো যেভাবেই লাগান না কেন আপনার লোড চলবে! শুধু একটি সার্কিট লোডের সাথে সংযুক্ত করতে হবে!
সার্কিটটি সম্পর্কে হয়ত সবাই জানেন! এটি হল চারটা রেকটিফায়ার ডায়োডের ব্রিজ কানেকশন! প্রথমে যেকোন মানের চারটা রেকটিফায়ার ডায়োড সংগ্রহ করুন!যদি বাসায় না থাকে তবে এটি যেকোন ইলেকট্রিক দোকানে গিয়ে চাইলেই কিনতে পারবেন। তবে ডায়োড যত মোটা হবে তত ভাল! এবার নিচের চিত্রের মতো তিনটা ধাপে ব্রিজ কনেকশন তৈরী করুন.

এবার এই চিত্র দেখুন আউটপুট সিস্টেম।

আউটপুট থেকে নেগেটিভ ও পজেটিভ ভোল্টেজ আপনার লোডের ইনপুটের নেগেটিভ ও পজেটিভ ভোল্টেজের সাথে লাগান! মানে আপনার আউটপুট লাইন (+),,,(-) ঠিক রাখতে হবে এক্ষেত্রে কোন উল্টাপাল্টা হওয়া যাবে না! এখন চিত্রের যেই দুই প্রান্তে ইনপুট লেখা আছে সেই দুই প্রান্তে আপনি আপনার ইচ্ছা মতো ভোল্টেজ প্রবেশ করান.মানে আপনি ব্যাটারি থেকে প্লাস(+) বা মাইনাস(-) যেটা যেভাবে ইচ্ছা এক কথায় নেগেটিভ পজেটিভ অথবা পজেটিভ নেগেটিভ যেভাবেই দিন না কেন আপনার লোড চলবে! তবে এক্ষেত্রে ব্যাটারী চার্জ একটু বেশি ফুরাবে!

বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফেসবুকের মাধ্যমে অথবা কম্মেন্ট এ আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে। আশা করি যথাসাধ্য চেস্টা করবো সফলাতা আনার জন্য

আরো টিউন পেতে আমার সাইট আমার সাইট

Exit mobile version