আজ আমি আপনাদের যে এম্পিলিফায়ার টা বানানো শিখাবো সেটা সচরাচর প্রাইভেটকারে এই এম্পলীফায়ারটি বেশী ব্যবহার করা হয়ে থাকে যার সাউন্ড এবং ভিট দুটাই খুব ভাল শুনা যায়।
আইসিটির সাথে মাত্র দুইটি রেজিষ্টর ব্যবহার করা হয়েছে।
আইসি এর নংম্বর এবং ছবি নিচে দিলাম।
বাজারে প্রাইবেটকারে লাগানু থাকে যে স্পিকার গুলো কিনতে পাওয়া যায় এরকম একটি স্পিকারের ছবি দিলাম
এরকম দুইটি স্পিকার লাগাবেন আশা করি ভাল সাউন্ড পাবেন।
আইসিটির আউটপুটে অংশে স্পিকারের সাথে কোন কেপাসিটর লাগানো নাই যে কারণে সার্কিটটি চলন্ত অবস্থায় স্পিকারের দুই তার শর্ট হলে আইসিটি নষ্ট হয়ে যেতে পারে।
আজকের মত এখানেই বিদায় নিলাম….আবার দেখা হবে আমার মজার কোন নতুন কিছু নিয়ে।
সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দুয়া করবেন আমি জেনো আপনাদের কে আরো নতুন নতুন টিউন উপহার দিতে পারি।
ফেসবুকে রিয়েল অটোলাইক পেতে আমার সাইটঃ→এখানে ক্লিক করুন