Site icon Trickbd.com

আমার যতো মজার জিনিস মাত্র একটা IC ব্যাবহার করে বানিয়ে নিন সুন্দর একটা এম্পিলিফায়ার খুব সহজে।

Unnamed

আসসালামো আলাইকুম আমার পক্ষ্য থেকে সবাইকে জানাই আন্তরীক শুভেচ্ছা ও ভালবাসা, আজ আপনাদেরকে অনেক সুন্দর একটি সার্কিট দেখাব, সার্কিটটি তৈরী করা এত সহজ, আর ভাল সাউন্ড কোয়ালিটি, এম্পলীফায়ারটি এত অল্প পার্স দিয়ে তৈরী করা হয়েছে যে যেকেউ তৈরী করতে পারবেন এই সার্কিট তাই আর দেরি না করে তৈরি করে ফেলুন।

আজ আমি আপনাদের যে এম্পিলিফায়ার টা বানানো শিখাবো সেটা সচরাচর প্রাইভেটকারে এই এম্পলীফায়ারটি বেশী ব্যবহার করা হয়ে থাকে যার সাউন্ড এবং ভিট দুটাই খুব ভাল শুনা যায়।

আইসিটির সাথে মাত্র দুইটি রেজিষ্টর ব্যবহার করা হয়েছে।

আইসি এর নংম্বর এবং ছবি নিচে দিলাম।

আইসীটিতে ভোল্ট হিসেবে 12V অথবা 14v DC পাউয়ার সাপ্লাই দিবেন আইসিটি ষ্টেরিও 20×20=40w আউটপুট পাবেন।

বাজারে প্রাইবেটকারে লাগানু থাকে যে স্পিকার গুলো কিনতে পাওয়া যায় এরকম একটি স্পিকারের ছবি দিলাম

এরকম দুইটি স্পিকার লাগাবেন আশা করি ভাল সাউন্ড পাবেন।

এবার আসুন সার্কিটটি কিভানে সাজাবেন দেখি।সার্কিট টি সাজানোর সময় মনোজোগ দিয়ে সাজান আর আগে ভালোভাবে নিচের ছবিটা দেখে বুঝে নিন একটি বিষয় লক্ষ্য রাখবেন

আইসিটির আউটপুটে অংশে স্পিকারের সাথে কোন কেপাসিটর লাগানো নাই যে কারণে সার্কিটটি চলন্ত অবস্থায় স্পিকারের দুই তার শর্ট হলে আইসিটি নষ্ট হয়ে যেতে পারে।

আজকের মত এখানেই বিদায় নিলাম….আবার দেখা হবে আমার মজার কোন নতুন কিছু নিয়ে।

সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দুয়া করবেন আমি জেনো আপনাদের কে আরো নতুন নতুন টিউন উপহার দিতে পারি।

ফেসবুকে রিয়েল অটোলাইক পেতে আমার সাইটঃএখানে ক্লিক করুন