Site icon Trickbd.com

হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং আমন্ত্রণ থেকে সাবধান!

Unnamed

চলতি সপ্তাহে ভিডিও কলিং-এর ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। এ পরিসেবা চালুর কয়েক ঘণ্টার মধ্যেই বেরিয়ে গিয়েছে একটি ‘স্প্যাম’ ওয়েবসাইট। সেখান থেকেই আসছে ভিডিও কিলিং এর আমন্ত্রণ লিংক। আর সেই লিংকে পা দিলেই গেল।

অনেকের কাছেই পৌঁছেছে এই ধরনের লিংক। যেখানে একটি মেসেজে লেখা থাকছে “You’re invited to try WhatsApp Video Calling feature. Only people with the invitation can enable this feature”. আর সেখানে ক্লিক করলেই খুলে যাবে একেবারে আলাদা একটি ওয়েবসাই, যা ‘স্প্যাম’ ছাড়া আর কিছুই নয়। যে লিংকটা আসছে, সেটা দেখে বেশ বিশ্বাসযোগ্য বলেই মনে হচ্ছে।

যতবার ওইসব সাইটে ক্লিক করা যায়, ততবারই নতুন নতুন লিংক খুলে যাবে। সবগুলোই ‘স্প্যাম’। আসলে ভিডিও কলিং এর ফিচার পেতে গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করতে হবে হোয়াটসঅ্যাপ। আপডেট হলেই নিজে থেকেই চলে আসবে ওই ফিচার।