কুকুর মানুষের বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত। কিন্তু এই বন্ধুত্ব কি শুধুই একতরফা? প্রশ্নটির উত্তর আছে সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম ইউটিউবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে। সেটিতে দেখা গেছে, কুকুরের জন্য নিজের জীবনের ঝুঁকিও নিতে পারে মানুষ।
তখনই কুকুরটির সাহায্যের জন্য ছুটে যান তরঙ্গা ওয়েস্টার্ন প্লেইন নামে চিড়িয়াখানার কর্মী গ্রেগ টনকিন্স। ঘটনাস্থলে গিয়ে তিনি ক্যাঙ্গারুর মাথায় একটি ঘুষি মারেন। এতে ক্যাঙ্গারুটি পালিয়ে যায়।
ভিডিওটি ইউটিউবে ছাড়া হয় ৪ ডিসেম্বর। এর পর থেকে মাত্র চার দিনেই ভিডিওটি প্রায় আড়াই কোটিবার দেখা হয়েছে। আর এই সংখ্যা পাল্লা দিয়ে বেড়েই চলেছে।
ভিডিওটি ছাড়ার পর থেকেই আসছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ ভিডিওটিকে বেশ মজার বলে উল্লেখ করলেও অনেকেই সহানুভূতি দেখিয়েছেন ক্যাঙ্গারুটির প্রতি।
ভিডিওটি প্রকাশের পর থেকেই পশু অধিকারকর্মীরা বেশ হুমকি দিচ্ছেন টনকিন্সকে। এতে আতঙ্কিত হয়ে পুলিশের কাছে সুরক্ষা চেয়েছেন তিনি।