Site icon Trickbd.com

ছবির কালার কারেকশন করুন ফটোশপের মাধ্যমে আর ছবিকে করুন আকর্ষণীয়

কেমন আছেন আবাই?

মনে হয় ভালই আছেন।

 

আপনারা সকলেই আমার ভিডিও টিউটোরিলে বিরক্ত হয়েগেছেন । তাই আজ লিখে এবং স্ক্রিনসট দিয়ে টিউটোরিয়াল দেওয়ার চেস্টা করব।

বিঃদ্রঃ এটাই মনে হয় ট্রিকবিডিতে আমার শেষ টিউটোরিয়াল। কারন এই ধরনের টিউটোরিয়াল কত বড় করে লিখতে হয় তা আজ লিখতে গিয়ে বুঝলাম। তাছাড়া এডমিন এই টিউটোরিয়াল দেখে আমার টিউনারশিপ বাতিল করে দিতে পা।

আমার পক্ষে এত বড় টিউটোরিয়াল লিখা সম্ভব না। তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার টিউটোরিয়ে কোনভাবে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে সবাইক্ষ্মা করে দিবেন।

 

তাহলে শুরু করা যাকঃ

প্রথমে আপনার ছবিটি ফটোশপে ওপেন করুন।

 

এবার নিচের ছবিরমত ক্লিক করে লেয়ারটি আনলক করুন

 

এবার Quick Selection Tool টি সিলেক্ট করুন…

 

এবার ছবিটি নিচেরমত সিলেক্ট করুন

 

এবার নিচের মত mask এ ক্লিক করুন

 

এখন ctrl+j চেপে নতুন একটি লেয়ার নিন এবং নিচের ছবির মত mask টি ডিলিট করে দিন।

 

এবার লেসু টুল দিয়ে ছবির মত সিলেক্ট করুন

 

 

এবার Shift+Backspace প্রেস করু কি বোর্ড থেকে…

নিচেরমত Contant Aware সিলেক্ট করে অকে দিন……

 

আমি দুঃখিত, এত বড় টিউটোরিয়াল আমার পক্ষে লিখে বুঝানো সম্ভব না…

চাইলে বাকিটা ভিডিওতে দেখে নিতে পারেনঃ

 

জানি না এর পর আমি ট্রিকবিডিতে পোস্ট করতে পারব কিনা। কারন আমি লিখে এত বড় টিউটোরিয়াল করতে পারবনা।

সবাই ভাল থাকুন আর ট্রিকবিডির সাথে থাকুন।

 

যদি আপনাদের আমার টিউটোরিয়াল দেখতে ইচ্ছা হয় তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত টিউটোরিয়াল দেখতে পারেনঃ

আমার চেনেলঃ https://www.youtube.com/channel/UCoYgt-azZE7MTMNV9SPRQbA

 

ধন্যবাদ সবাইকে।