Site icon Trickbd.com

[Mega Post][New]জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করার আগে কি করবেন আর কি করবেন না জেনে নিন-[Upadte Post]

Unnamed

আছ ছালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজ আমি টিউনস করব জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করার আগে কি করবেন আর কি করবেন না এই বিষয়ের উপর। যা জানা আপনার দরকার। আমরা অনেক সময় কার্ড সংগ্রহ করতে গিয়ে ফেরত চলে আসি বিভিন্ন সমস্যার কারনে। জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করার জন্য যা যা করতে হবে

★ ব্যক্তিতে স্ব-শরীলে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে

★ দুই হাত ভাল করে পরিস্কার করে নিতে হবে। হাতে কোন প্রকার মেহেদী দেওয়া যাবে না।

★ জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে প্রথমে জাতীয় পরিচয়পত্রের নাম্বার সংগ্রহ করতে হবে।

★ থানার সাধারন ডায়েরী করতে হবে।

★ ব্যাংকে নির্দিষ্ট পরিমান টাকা জমা দিতে হবে।

★ জাতীয় পরিচয়পত্র প্রিন্ট হয়েছে কি না আগেই জানতে হবে।

★ যদি জাতীয় পরিচয়পত্র প্রিন্ট না হয় তাহলে রেজিষ্টার খাতায় অভিযোগ করতে হবে।

আপনার জাতীয় পরিচয়পত্র কেন প্রিন্ট হয় নাই এবং কি কি সমস্যার কারনে জাতীয় পরিচয় পত্র প্রিন্ট হয় নাই তা নির্বাচন কমিশন আপনাকে বার্তাার মাধ্যমে জানাবে। আজ এই পর্যন্ত আগামীতে আবার কোন টিউনস নিয়ে TrickBD তে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন আল্লাহ হাফিজ

অনলাইনে ইনকাম করতে চান কিন্তু পারতেছেন না, তাহলে দেরি না করে দ্রুত এখানে আসুন আপনিও পারবেন দৈনিক ৩০০-৩৫০ টাকা ইনকাম করতে। পড়াশুনার পাশাপাশি বিনা পরিশ্রমে ইনকাম করে নিন হাজার হাজার টাকা।