Site icon Trickbd.com

যাদের অপেরা মিনি তে বা UC ব্রাউজারে বাংলা লেখা সাপোর্ট করেনা তারা দেখুন।100%working

Unnamed

আশা করি সবাই ভালো আছেন ।আমি কথা না বাড়িয়ে সরাসরি টপিক শুরু করছি

প্রথমে শিখাবো অপেরা মিনিতে কিভাবে বাংলা লেখা সাপোর্ট করাবেন

প্রথমে অপেরা মিনিতে প্রবেশ করুন তারপর এন্টার এড্রেসে টাইপ করুন
config: বা opera:config

তারপর GO বাটনে ক্লিক করে ঢুকুন।
এখন দেখবেন অনেকগুলো অপশন আসছে আপনি সবার শেষের আগেরটা অর্থাত্‍ Use bitmap fonts for complex scripts
এর পাশের বক্সটিতে Yes দিয়ে

save দিন।কাজ শেষ।এখন দেখেন বাংলা লেখা সাপোর্ট করছে।100% working.
2.

UC ব্রাউজারে বাংলা যেভাবে সাপোর্ট করাবেন

প্রথমে uc ব্রাউজারে প্রবেশ করুন তারপর seting এ যান advanceএ যান এখন একটু নিচে দেখুন bitmap font নামে একটা অপশন আছে সেটা on করে দেন।এখন দেখেন বাংলা সাপোর্ট করছে।
কারো কাজ না করলে কমেন্টে জানান।