Site icon Trickbd.com

[Must see]বাংলা সাবটাইটেল নিয়ে বিস্তারিত!

Unnamed

আল্লাহর রহমতে আসা করি সবাই ভালো আছেন৷আজ আমি আপনাদের একটি আন্যরকম বিষয় নিয়ে পোষ্ট করছি৷আশা করি সবারই ভালো লাগবে৷আজকের বিষয়টি হলো বাংলা সাবটাইটেল৷যে বিষয়টি নিয়ে একটু আগে এক ভাই পোষ্ট করেছেন৷

আমি তার লিংকটি এই মুহুর্তে দিতে পারছি না কারন আমি ট্রিক বিডি ফ্রিতে ব্যবহার করছি৷দেখুন চারটি পোষ্ট আগে হবে হয়তো৷ওই পোষ্টটি জেনে নিন সাবটাইটেল কি ও এর ব্যবহার৷

##বাংলা সাবটাইটেল নিয়ে যারা কাজ করেন তাদের কে তুলে ধরার জন্য ও তাদেরকে উৎসাহ দেয়ার জন্য আমার এই ক্ষুদ্র চেষ্টা৷আশা করি এরপর ট্রিক বিডির মেম্বারাও তাদের সাবটাইটেল মেক করার দক্ষতা টাকে তুলে ধরতে পারবেন৷

আমি সত্যি আশ্চর্য হয়ে গিয়েছিলাম যখন প্রথম দেখলাম তার একটা পুরো মুভিকে কত কষ্ট করে বাংলায়টাইপ করে+প্রতিটা সেকেন্ড মিল করে মুভিটাকে পুরো পুরি বাংলায় তৈরি করে৷যার উদাহরন হিসেবে আপনাদের দুই তিনটা মুভি দিচ্ছি…

1.No mercy (কোরিয়ান)
2.Trash (ব্রাজিলিয়ান)
3.Charly (মালায়লাম)

যার প্রতিটিই আপনি subscene.com এ সার্চ দিলে বাংলা সাবটাইটেল পেয়ে যাবেন৷এবং প্রতিটি মুভিই থেকেই শিক্ষা পাবেন৷

প্রশ্ন: পৃথিবীতে অনেক মুভি আছে কিন্তু আমি কিভাবে বুঝবো কোন মুভির সাব আছে আর কোন মুভির সাবনেই?

উওর: বাংলাদেশের সাব মেকারদের একটি ফেজবুক গ্রুপ রয়েছে৷যেখানে বাংলাদেশের অনেক সাব মেকার রয়েছে ও প্রতি নিয়তই তারা নতুন নতুন মুভিগুলোকে সাব করে আপডেট দিচ্ছে৷

গ্রুপের লিংক: এখানে ক্লিক করুন

এই গ্রুপের প্রতিটি সাবই পর্যায় ক্রমিক ভাবে ডক ফাইলে সাজানো আছে৷

• বাংলা সাবের তৈরির রহস্যকে সুন্দরভাবে সাজানো আছে৷


প্রশ্ন: সাবটাইটেল তৈরি করে লাভটা কি বা সাব করে তারা কি পায়?

উওর:বলতে গেলে সাব করে কোন লাভ নেই আবার অনেক লাভ আছে৷কেননা প্রথমে আপনি যেকোন মুভি ইংরেজিতে দেখে তা বুঝে বাংলায় উপস্থাপন করেলেন এতে আপনার ইংরেজী শিক্ষা,টাইপিং স্কিল আর সবচেয়ে বরো হলো আপনার সৃজনশীলতা আনেকাংশে বৃদ্ধি পাবে৷

কিন্তু এই গ্রুপের সাব মেকাররা কেউ শখের বশে,কেউবা সাবটাইটেল থেকে টাইপিং দক্ষতা অর্জন করতে,আবার কেউবা ইংরেজি ভাষাকে চর্চার জন্য কাজ করছে৷ আর সবচেয়ে বরো কথা হলো তারা সবাই বাংলাভাষাকে সমৃদ্ধির জন্য করছে৷আমি তাদের কারো কারো প্রোফাইল তুলে ধরলাম৷



##সবশেষে, অনেকেই বলতে পারেন আমি গ্রুপ প্রমোট করার জন্য বলছি৷এটা যদি আমার উদ্দেশ্য হতো তাহলে এত বরো টিউন করতাম না৷

আমার উদ্দেশ্য বাংলা ভাষার সমৃদ্ধি ও বৈশ্বিক মুভি থেকে শিক্ষা নেয়া এবং সাবমেকারদের তুলে ধরা ৷ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন৷পোষ্টটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন৷