Site icon Trickbd.com

আপনার সাইটের QR-code বানাতে চান এই দিকে আশুন[by- Shaheen]

Unnamed

আসসালামু আলাইকুম

আশা করি সবায় ভাল আছেন। এবং ট্রিকবিডি এর সাথে আছেন।আজ আমি হাজির হলাম কিভাবে কোন সাইট এর QR Code বানাতে হয়।
প্রথমে এই সাইটে যান তারপর নিচের Screenshot এর মত কাজ করুন

এই সাইটে যান

আপনার সাইট link দিন

আপনি ইচ্ছা করলে logo ব্যবহার করতে পারেন। এই ধরুন আপনি wordpress সাইট এর QR Code বানাচ্ছেন তাহলে worpress logo ব্যবহার করতে পারেন।আমার কাছে ভাল লাগে না তাই আমি এটি ব্যবহার করি না

কিছু সময় পর QR code তৈরি হবে

তৈরি হলে Download করুন।এবং Download করার সাথে সাথে winzip দিয়ে image extract করুন।তারপর QR code এর নাম আপনার সাইট এর নাম দিয়ে দিবেন।

QR code ব্যবহার


QR code ব্যবহার করতে UC Browser এ ধুকুন।

পোস্ট টি কেমন লাগলো বলবেন।কোন সমস্যা হলে comment করেন।আরকেটা কথা আমি যে thumbanil ব্যবহার করেছি তা আসোলে trickbd এর QR-Code বা Qweek Respons Code

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

সবাইকে ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Shaheen
Message:Shaheen on FB