Site icon Trickbd.com

কিভাবে টেলিগ্রাম একাউন্ট ডিলিট করব

Unnamed

আসসালামু আলাইকুম, 

অনেক দিন পর Trickbd তে লিখতে বসলাম। আজকের এই পোষ্টের মূল বিষয়বস্তু হচ্ছে টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম সম্পর্কে।

টেলিগ্রাম বর্তমান সময়ের মেসেজিং প্লাটফর্ম গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। সর্বোচ্চ সিকিউরিটি এবং এডভান্স ফিচার এর কারণে এটি জনপ্রিয়তা লাভ করেছে। ২০১৩ সালে যাত্রা শুরু করা এই প্লাটফর্ম দ্রুতই জনপ্রিয়তা লাভ করার কারণ তার এডভান্স ফিচারগুলো। আবার অনেক সংগঠন বা দলের বিভিন্ন কার্যক্রম টেলিগ্রামের মাধ্যমে হয়ে থাকে বলে এটি খুব জনপ্রিয়। তাছাড়া অনেকের টেলিগ্রামের মাধ্যমে ইনকাম করে থাকেন।

আমাদের অনেক কারণেই টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার প্রয়োজন হতে পারে। যদি কোনো কারণে মনে করেন আপনার টেলিগ্রাম একাউন্ট ডিলিট করবেন তাহলে একটি গাইডলাইন প্রয়োজন। আর এই পোস্টে আমি সঠিক গাইডলাইনের টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম দেখাবো।

টেলিগ্রাম কি?

টেলিগ্রাম হলো একটি ক্লাউড-ভিত্তিক মেসেজিং অ্যাপ এবং প্ল্যাটফর্ম যা আপনাকে দ্রুত, নিরাপদ এবং ফ্রি মেসেজ আদান প্রদান সুবিধা দেয়। এটি ২০১৩ সালে রাশিয়ান পাভেল দুরভ এবং তার ভাই নিকোলাই দুরভ প্রতিষ্ঠিত করেন।

বর্তমান সময়ে অত্যাধুনিক জনপ্রিয়তা লাভ করেছে। কারণ বর্তমানে টেলিগ্রামে অনেক এয়ার ড্রপ লাঞ্চ হয়েছে। আরে অ্যাড্রেসের মাধ্যমে মানুষ ইনকাম করছে। এরাই সুবাদে যারা টেলিগ্রাম ব্যবহার করত না তারাও এটি ডাউনলোড করেছে।

টেলিগ্রাম ফিচার সমূহ

অন্যান্য মেসেজিং প্লাটফর্ম গুলো থেকে টেলিগ্রাম সম্পূর্ণ আলাদা। অন্যান্য প্ল্যাটফর্ম থেকে অধিক পরিমাণে ফিচার যুক্ত টেলিগ্রাম। যার কারনে টেলিগ্রাম এত জনপ্রিয়তা লাভ করেছে।

মেসেজিং: টেলিগ্রাম প্রধানত ম্যাসেজিং এর জন্য তৈরি করা হয়েছে। এখানে সম্পূর্ণ ফ্রি অডিও, ভিডিও, ভয়েস, টেক্সট এবং বিভিন্ন ফাইল শেয়ার করা যায়। সম্পূর্ণ সিক্রেট ভাবে টেলিগ্রাম ব্যবহার করতে পারবেন। বাংলাদেশের ধর্মীয় অনেক প্রতিষ্ঠান টেলিগ্রাম ব্যবহার করে। কারণ টেলিগ্রাম যেহেতু রাশিয়ান তাই পশ্চিমাদের তথ্য চুরি করার ভয় নেই।

গ্রুপ চ্যাট: টেলিগ্রামের মাধ্যমে অনেকে মিলে গ্রুপ তৈরি করে কন্টাক করতে পারবেন। আরে গ্রুপ গুলোর মধ্যেও পাবলিক এবং প্রাইভেট ভাগে বিভক্ত।

চ্যানেল: টেলিগ্রামের চ্যানেল তৈরি করার মাধ্যমে তথ্য শেয়ার করতে পারবেন। অনেকেই টেলিগ্রাম চ্যানেল কে ইনকামের পথ হিসেবে বেছে নিয়েছে। কারণ টেলিগ্রামের চ্যানেল মনিটাইজেশন করে ইনকাম করা যায়।

বট: বর্তমান সময়ে অনলাইনের অনেক কাজ টেলিগ্রাম বট এর মাধ্যমে করা যায়। পরীক্ষার রেজাল্ট দেখা, এডিটিং এমনকি ইনকাম করাও সম্ভব। বর্তমান সময়ে অনেক বট এয়ারড্রপ লাঞ্চ করা হয়েছে। এ সকাল বটে এয়ার ড্রপ থেকে ইনকাম করা যায়।

স্টিকার এবং ইমোজি: আমাদের কীবোর্ডের যে সকল ইমোজিগুলো রয়েছে এগুলো ছাড়াও টেলিগ্রাম অ্যাপস আলাদা ইমোজি ব্যবহার করা সুযোগ দেয়।

ফাইল শেয়ারিং: অন্যান্য মেসেজিং প্লাটফর্ম থেকে সম্পূর্ণ আলাদাভাবে যেকোন ফাইল শেয়ারিং করার সুবিধা দেয়। টেলিগ্রামের যেকোনো ফাইল সহজে শেয়ার করা যায়।

টেলিগ্রাম একাউন্ট কিভাবে ডিলিট করব

চলুন এবার জেনে আসি কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করবেন।

সরাসরি টেলিগ্রাম অ্যাপস থেকে টেলিগ্রাম একাউন্ট ডিলিট করা যায় না। এর জন্য একটি ব্রাউজারে ব্রাউজিং করতে হবে।

প্রথমে এই লিংকে ক্লিক করুন।

লিংক: https://my.telegram.org/auth

এবার স্ক্রিনশটে দেখানো অপশন আপনার ফোন নাম্বার দিয়ে Next অপশনে ক্লিক করুন।

এবার টেলিগ্রাম এর অফিসিয়াল চ্যানেল থেকে আপনার একাউন্ট একটি মেসেজ আসবে। মেসেজে কোডটি কপি করুন।

এবার Confirm code পেস্ট করে Sign In এ ক্লিক করুন।

আপনি কেন টেলিগ্রাম একাউন্ট ডিলিট করতে চান তার ব্যাখ্যা লিখুন। এবং Delete My Account অপশনে ক্লিক করুন।

Yes, delete my account অপশনে ক্লিক করে কনফার্ম করুন।

ব্যাস তারপর দেখবেন আপনার টেলিগ্রাম একাউন্ট সম্পূর্ণভাবে ডিলিট করা হয়ে গেছে। এভাবে আপনি টেলিগ্রাম একাউন্ট ডিলিট করতে পারবেন।
ভিজিট করুন: Trickmi.com
জাভা ইউজার কেউ প্রশ্ন উত্তর করে ইনকাম করতে চাইলে Trickmi Q2Ans দেখতে পারেন।