Site icon Trickbd.com

অাপনার চুরি হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল খুজে বের করুন ২ মিনিটেই কোন সফটওয়্যার ছাড়া!!

Unnamed

অাসলামু অালাইকুম,
অাশা করি সবাই ভাল অাছেন!

আপনাদের সামনে আবারো হাজির হলাম অারেকটি টিউন নিয়ে। আজ আমি দেখাবো কিভাবে চুরি যাওয়া বা হারানো মোবাইলে ফিরে পাবেন খুব সহজ পদ্ধতিতে।।

আমার হারানো মোবাইল খুজতে আমি প্রথমে গুগলের সহযোগীতা নেব!

যে কোন মোবাইল, লেপটপ বা কম্পিউটারের মাধ্যমে, তবে আমি অাপনাদের সুবিধার্থে মোবাইল দিয়েই দেখাচ্ছি।

Google এ গিয়ে সার্চ করবো Find Your Phone লিখে, তারপর দেখুন নিছের ছবির মত অাসবে।
আপনে প্রথম লিংকটিতে ক্লিক করে প্রবেশ করুন।

তারপর নিছের মত একটা প্যাজ আসবে, আপনে SING IN TO START লেখাতে ক্লিক করুন।
এবার দেখুন একটি মেইল চাইবে, আপনার হারিয়ে যাওয়া মোবাইলে যে মেইলটি ব্যবহার করতেন তা দিয়ে এখানে লগিন করুন। এবার দেখুন আপনার হারিয়ে যাওয়া মোবাইলে ব্যবহারকৃত ঐ মেইল দিয়ে কত গুলো মোবাইলে লগিন করছেন তা সো করছে।
এখান থেকে আপনার হারিয়ে যাওয়া মোবাইলের মডেল সিলেক্ট করুন এবং ক্লিক করুন। (Example Samsung S3)
ক্লিক করার পর আবারো মেইল পাচওয়ার্ড চাইবে। আপনে আবারো হারিয়ে যাওয়া মোবাইলে ব্যবহিত মেইল দিয়ে লগিন করুন। এবার নিছের মত একটি প্যাজ আসবে, অাপনে Locate লেখাতে ক্লিক করুন।

একটু অপেক্ষা করার পর দেখুন লোকেশন চলে আসছে আপনার ফোনটি কোথায় আছে।

আপনে চাইলে আপনার হারিয়ে যাওয়া মোবাইলে কলও দিতে পারবেন এবং Lock এবং Erase ক্লিক করে আপনার হারিয়ে যাওয়া মোবাইলের সকল ডাটা ডিলেট ও মোবাইল লক করে দিতে পারবেন

আরো সহজ ভাবে বুঝতে চাইলে নিছের ভিডিওটা দেখুন


https://www.youtube.com/watch?v=3phQdUzDhI0
এ জাতীয় সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই Subscribe করবেন