ইমেইল পরিষেবা আরও বাড়িয়ে দিল সার্চ ইঞ্জিন গুগল। এতদিন পর্যন্ত জিমেইল ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৫ মেগাবাইট পর্যন্ত ফাইল গ্রহণ করতে পারতেন। এবার সেই পরিমাণ দ্বিগুণ করলো গুগল।
.
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অন্যান্য ইমেইল অ্যাকাউন্ট থেকে ৫০ মেগাবাইট পর্যন্ত ফাইল গ্রহণ করতে পারবেন জিমেল ব্যবহারকারীরা।
তবে গুগলের তরফ থেকে আরও জানানো হয়েছে, শুধুমাত্র মেইল পাওয়ার ক্ষেত্রেই ওই সাইজের ফাইল গ্রহণ করা যাবে। ইমেল করার ক্ষেত্রে পুরনো নিয়মমতো ২৫ মেগাবাইট পর্যন্ত ফাইল পাঠানোর বরাদ্দ একই রাখা হয়েছে।
এর আগে বড় ফাইল গ্রহণ করার ক্ষেত্রে তৃতীয়পক্ষের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে হতো। অনেক ক্ষেত্রে ডাউনলোডের সময় নিরাপত্তার সমস্যা হওয়ার আশঙ্কা থেকে যায়। এখন ৫০ মেগাবাইট ফাইল গ্রহণ করার ক্ষেত্রে জিমেইল ব্যবহারকারীদে অনেকটাই সুবিধা হয়ে গেল বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা।
.
আমাদের wapside একবার ঘুরে আসুন
জিপিতে ফ্রি চালান মাত্র একটি এ্যাপস ব্যবহার করে! 100% working