Site icon Trickbd.com

Mega Post)মোবাইল দিয়ে Youtube ভিডিওর জন্য সুন্দর Thumbanail বানিয়ে নিন। (বিস্তারিত)

Unnamed

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?
আশা করি ভাল সবাইকে ট্রিকবিডির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি।

আজ আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ন একটি টিউটারিয়াল নিয়ে হাজির হয়েছি, আর তা হলো কিভাবে মোবাইল দিয়ে সুন্দর Thumbanail বানাবেন। Thumbanail খুবিই গুরুত্বপূর্ন বিষয়, কারন Thumbanail দেখেই ভিয়ার রা আপনার ভিডিও দেখবে। সুতরাং Thumbanail যতো সুন্দর হবে আপনার ভিডিও তে View ও Subscriber ততো বেশি হবে।

তো আসুন কাজে ঝাপিয়ে পড়ি।

আপনাকে প্রথমে দুইটি সফটওয়ার ডাউনলোড করতে হবে। এবং কিছু ফন্ট ডাউনলোড করতে হবে।

১/ Picsay pro

ডাউনলোড

২/PicsArt

ডাউনলোড

ফন্ট ডাউনলোড

আর ফন্ট ডাউনলোড করার পরে । font গুলো কে PicsArt/Font ফোল্ডারে রেখে দিবেন।

তারপর প্রথমে আপনি Picsay pro থেকে একটি new picture নিবেন।

আপনি সাইজ 1920*1080 দিবেন, কম বেশি দিলে Thumbanail ফোল শো করবেনা, তার পর আপনি Background কালার চয়েজ করে Create লেখাতে ক্লিক করবেন, নিচের ছবির মত

তারপর পিকচার টা সেভ করে নিবেন।

এখন একটি পিকচার তৈরী হয়ে গেল, আমরা এই পিকটা দিয়ে সুন্দর একটি Thumbanail বানাবো,

এখন প্রবেশ করবেন Picsart-এ, প্রবেশ করার পর Edit লেখাতে ক্লিক করে তৈরী কৃত পিকচার সিলেক্ট করে দিবেন।

তৈরীকৃত পিকচারটি সিলেক্ট করার পর Text লেখাতে ক্লিক করবেন। তারপর আপনি My font-এ আপনার যোগকৃত ফন্ট গুলো দেখতে পাবেন, আপনি কি লেখে Thumbanail বানাবেন তা লিখবেন, তারপর। Text Color And Background Color সিলেক্ট করে ডান পাশ থেকে টিক চিন্হ আইকনে ক্লিক করবেন।

তারপর আরো লেখা যোগ করতে হলে + আইকনে ক্লিক Text লেখাতে ক্লিক করবেন।

আর Thumbanail -এ ফটো যোগ করতে হলে + আইকনে ক্লিক করে Photo লেখাতে করবেন।

পিকচার বাননো কম্প্লিট হলে পিকচারটা সেভ করে নিবেন।


পিকচার বানানো কম্প্লিট হয়ে গেলে আপনার ইউটিউব ভিডিও তে যোগ করে নিবেন।

ব্যাস !!! কাজ শেষ।

পোষ্ট একটু গুছিয়ে লিখতে পারলাম না, তাই কোনো সমস্যা হলে ভিডিওটি দেখে Thumbanail বানিয়ে নিবেন।

মোবাইল দিয়ে সুন্দর Thumbanail বানিয়ে নিন।

এর পর ও কারো কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করুন।
ফেসবুকে আমি।