হাই বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন ।
এন্ড্রোয়েড মোবাইল দিয়েই ফুল ভেরিফাইড পেপাল একাউন্ট খুলুন পর্ব 3 এ আপনাদের পেপাল নাম্বার ভেরিফাই করার জন্য নাম্বার তৈরি করা হবে ।
আর আগের দুইটি পর্ব না পড়ে থাকলে
এন্ড্রোয়েড মোবাইল দিয়েই ফুল ভেরিফাইড পেপাল একাউন্ট খুলুন পর্ব 1
এন্ড্রোয়েড মোবাইল দিয়েই ফুল ভেরিফাইড পেপাল একাউন্ট খুলুন পর্ব 2
এন্ড্রোয়েড মোবাইল দিয়েই ফুল ভেরিফাইড পেপাল একাউন্ট খুলুন পর্ব 3 এ শুধু নাম্বার তৈরি করা শিখানো হবে এবং পরের পর্বে একদম শেষের দিকে অর্থাৎ পেপালে চলে যাবো ।
পেপাল একাউন্ট ব্যবহার করার জন্য সাধারণত একটি ব্যাংক একাউন্ট এবং একটি নাম্বার যা পেপালে সাপোর্ট করে এই দুইটি হলেই চলে তবে মাঝে মাঝে ন্যাশনাল আইডি কার্ডও চাইতে পারে তবে এটা কোনো সমস্যা নয় ।
তো বন্ধুরা, 2য় পর্বে ব্যাংক একাউন্ট এর জন্য পেওনিয়ার খোলা হয়েছে এবং এই পর্বে নাম্বার তৈরি করা হবে । এই দুইটি অপশন থাকলেই আমরা পেপাল খুলার জন্য প্রস্তুতি নিতে পারব ।
আর একটি কথা,
যারা পেপাল একাউন্ট খোলার জন্য অধৈর্য হয়ে যাচ্ছেন তারা একটি কথা মাথায় রাখবেন , পেপাল একদিনে খোলা যায় না আর এরকম দ্রুত না বুঝে খুললে পেপাল একাউন্ট দুইদিনেই নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আমায় বলতে পারবেন না যে কেন আমার পেপাল চলে না?
আসলে, আমাদের কষ্টের অর্থ একটি একাউন্টে থাকবে আর তা যদি কয়েকদিনেই নষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগে বলেন তো !
কয়েকদিন আগেও আমার পেপাল একাউন্টের সমস্যা হইছিল এবং একাউন্টে 6$+ ছিল । একাউন্টটির আশাই বাদ দিছিলাম এবং কয়েকবার পেপাল হেল্প লাইন
নাম্বারেও কল দিছিলাম । যাই হোক অনেক কষ্টে আমার একাউন্টটি ফিরে পাইছি ।
তাই, কারো যেন একাউন্টের সমস্যা না হয় তাই আমি পোষ্টগুলো পর্ব আকারে দিচ্ছি আর একদিনে একটি বড় পোষ্ট করতে অনেক ঝামেলা লাগে শেষে কিছু ভুলও হতে পারে তাই
এসব যেন পরে না বলতে হয় তাই আগেই আপনাদের বলে রাখলাম ।
যাই হোক,
আমরা পোষ্টের মূল বিষয়ে যাই,
তো পেপাল একাউন্ট এ নাম্বার ভেরিফাই করার জন্য আমরা
Text Now নামে একটি এপ ব্যবহার করব ।
play store থেকে ইনস্টল করে নিন ।
প্রয়োজনে স্কিনসর্টগুলো দেখুন ।
তো বন্ধুরা, এই পর্বটি এখানেই শেষ করছি ।
পরের পর্বটিতে দেখা হবে আর
আর যেহেতু পেওনিয়ার এ ব্যাংক একাউন্ট গুলো যোগ হইতে কিছু সময় নিচ্ছে তাই কিছুদিন অপেক্ষা করব । পেওনিয়ার এ ব্যাংক একাউন্টগুলো যোগ হলেই আমরা পরের পর্বে চলে যাবো ।
আর তখন কিন্তু পর্ব 1, 2, 3 বিষয়ে বলা হবে না তাই এসব কাজ দ্রুত করে নিন ।
আজকের পর্ব 3
ভিডিওটি দেখুন How to Create Paypal Account in my Android phone for Bangladesh User Part: 3
আজকের মতো এখানেই বিদায় ।
সবাই ভালো থাকবেন । আর এই পরযন্ত কারো সমস্যা হলে জানাবেন ।