অগ্নি ঝরা মার্চে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা । আজকে আমি এই স্বাধীনতার মাস উপলক্ষ্যে ১০ টি সেরা সিনেমা নিয়ে এসেছি আশা করি সবার ভালো লাগবে™ ।
তো বন্ধুরা, আজ দশটি সেরা সিনেমার নাম এবং সাথে একটি সরাসরি ট্রিকবিডিতে সিনেমা আপনাদের দেখাবো ।
সেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত সিনেমাগুলো দেখলে মনটা যেন দুঃখে ভরে যায় ।
আমরা হয়তো সেই সময়ে ছিলাম না কিন্তু মুক্তিযুদ্ধের সিনেমাগুলো দেখলেই অনুভব করতে পারি কেমন সেই সময়ের দিন কাল গেছে মানুষের । আর এখন দেখেন এতই প্রযুক্তির বিপ্লব চিন্তাই করা যায় না !
এ সবই সেই মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা, ভাইয়ের, বোনের, মায়ের আত্তত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে ।
তো বন্ধুরা, আমরা শহীদদের জন্য কিছু না করতে পারলেও এই দেশকে সুন্দর করে গড়ে তুলতে পারব এবং তাদের জন্য বুকভরা ভালোবাসা মনে রাখতে পারব । </font]
তো আমরা এই ২৬ মার্চের স্বাধীনতা দিবসের ১০ টি সেরা সিনেমার সাথে পরিচিত হই এবং সময় পেলে অবশ্যই সিনেমাগুলো দেখবেন অনেক ভালো লাগবে ।
আর আজকে দেখেন গুগল এর চমৎকার রূপ
???
দেখে অনেক অনেক ভালো লাগছে ।
সেরা দশ সিনেমার মধ্যে আমার প্রিয় সিনেমা :
আমার বন্ধু রাশেদDownload Amar Bondhu Rashed Full Movie
আর বন্ধুরা, ভালো টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন
১. বন্ধুরা , প্রথম সিনেমা হিসেবে আমি " আমার বন্ধু রাশেদ" সিনেমাটিই বলছি ( এটা আমাকে খুব ভালো লেগেছে )
পরিচালক: মোরশেদুল ইসলাম ।
২. মেঘের পরে মেঘ
৩. মুক্তির গান
৪. শ্যামল ছায়া ??
পরিচালক : হুমায়ুন আহমেদ
৫. জয় যাত্রা
পরিচালক: তৌকির আহমেদ
৬. আগুনের পরশ মনি
৭. মেঘের অনেক রং
পরিচালক হারুনর রশীদ
৮. গেরিলা
পরিচালক : নাসির উদ্দীন ইউসুফ
৯. আরুনোদয়ের অগ্নিসাক্ষী
১০. ওরা ১১ জন
পরিচালক: চাষী নজরুল ইসলাম
??????????
তো বন্ধুরা , ১০ টি সেরা সিনেমা শেয়ার করলাম । সময় পেলে অবশ্যই দেখবেন ।
আর বন্ধরা, অনেক কষ্ট করে পোষ্টটি করলাম । ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কিছু পেতে হলে
তো বন্ধুরা ,
আজকে আর বেশি কিছু বলছি না সবাই ভালো থাকবেন এবং
কোন সিনেমাটি আপনার প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন । তো বন্ধুরা, সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আজকে আমার পোষ্টটি শেষ করছি । সবাই ভালো থাকিয়েন ।
জয় বাংলা, ট্রিকবিডি এগিয়ে যাক বহুদূর
®বিদায়®