আজ আপনাদের দেখাবো কি করে আপনার আন্ড্রয়েড দিয়ে Computer বা Laptop কন্ট্রল করা যায়।
এজন্য অবশ্যই WIFI বা Bluetooth এর প্রয়োজন হবে। ল্যাপটপ এ WIFI বা Bluetooth দুটোওই থাকে তাই সহজ কিন্তু পিসিতে বিল্ডাআপ ভাবে থাকে না এজন্য আপনি WIFI Lan Card অথবা Bluetooth Device কিনতে পারেন।
Bluetooth Device বাজারে বিভিন্ন দামে কিনতে পারা যায় ১০০-২৫০ এর মাঝে ভালোটাই পাওয়া যায়। তো কি করতে পারবেন দেখে নেয়া যাক-
আপনি যা ইচ্ছা করতে পারেন
যেমনঃ কোন ফাইলে প্রবেশ এবং তা ইডিট করা, গান প্লে করা,তাছাড়া লাইভ স্ক্রিন শো একথায় বলা যায় টিভির রিমোট এর মতো কাজ করবে।
তো শুরু করি এর জন্য ২টা সফটওয়ার দরকার হবে একটা Android অন্যটি Computer এর জন্য।
Unified Server
Server.exe টি কম্পিউটার এ ইন্সটল করে নিন।
সুবিধার্থে কিছু পিকচার দিয়ে দিলাম।
এবং Unified Apkটি নামিয়ে নিন। মোবাইল এ ইন্সটল করে নিন।
পিসি তে কানেক্ট করুন কাজ শেষ
আশা করি সবাই ঠিকঠাক সব কিছু করতে পেরেছেন।তো এখন মোবাইল দিয়ে যা ইচ্ছা করুন
আমার ফেসবুক লিংক