হাই বন্ধুরা,
প্রথমে এখানে ক্লিক করে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিন।সফটওয়্যারটি মাত্র ১.৮ মেগাবাইটের!ডাউনলোড করে ওপেন করুন।
তারপর নিচের স্ক্রীন শটটি লক্ষ্য করুন
স্টার্ট এ ক্লিক করার পর নিচের ডানদিকের কর্নারে একটি নোটিফিকেশান দেখতে পাবেন”Virtual Router Plus Started”তাহলেই বুঝবেন যে ওয়াইফাই হটস্পট চালু হয়ে গেছে।এখন আপনার ফোনে ওয়াইফাই অন করুন এবং দেখুন আপনি যেই নেটওয়ার্ক তৈরি করেছিলেন তা চলে এসেছে।এখন ওইটার উপর ক্লিক করে পাসওয়ার্ড দিন,দেখবেন ৫-৬ সেকেন্ডে কানেক্ট হয়ে গেছে।
কানেক্ট করতে কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানান।
আশা করি সবাই বুঝে গেছেন,তবে যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি আমার যথা সাধ্য চেষ্টা করবো আপনাদের সাহায্য করতে।
সবাই ভাল থাকেন,সুস্থ থাকেন এবং TrickBD এর সাথেই থাকেন।