Site icon Trickbd.com

YOUTUBE নিয়ে আমার প্রথম পোস্ট । সকল নতুন Youtuber দের জন্য- By Az

Unnamed

আসসালামুয়ালাইকুম ,

আমি আজ ১মবার youtube নিয়া একটা পোস্ট করছি। পোস্ট করতে চাই নি কারন অনেকেই অনেক ভালো ভালো পোস্ট করছে।এর পর আজ আমি আপনাদের আজ কিছু কথা বলি।।কিছু হলেও আপনাদের জন্য কাজে আসবে

তাহোলে চলুন শুরু করা যাক


#প্রথমেই youtube শুরু করার আগে সবার কিছু প্রশ্ন মাথায় যুরে।।

1.


-কি লাভ youtube chanel খুলে। ফালটু সময় নষ্ট কেন করবো??

# উত্তর : লাভ আছে ভাই।। এই youtube এক রাতের ভিতরে আপনার কেরিয়র change করে দিতে পারে।এরকম live demo আমরা অনেক অনেক দেখতে পারতেছি বর্তমান

2.

-আমরা কি Youtube থেকে টাকা আয় করতে পারবো

উত্তর :হ্যা পারবো,
আমরা সবমসময়ই চাই যাতে কিছু টাকা আয় করতে পারি।এর জন্য প্রতি নিয়ত কত কত ওয়েব পেজ কত apps কত কিছু যে করি তার কোন ঠিক নেই। কিন্তু শেষ পর্যন্ত result আসে শৃন্য। হ্যা! টাকা পাই। কিন্তু এগলা শুধু মোবাইল বা পিসির display তেই দেখা যায়। হাতে আর আসে না

#আপনি আসোলেই যদি online এ টাকা করতে চান। youtube এর থেকে ভালো কোন way নাই।
#আর এখান থেকে আপনি এক দুই টাকা না আয় করবেন না হজার হাজার টাকা আয় করতে পারবেন। এমনও হতে পারে আপনি যদি চাকরি নাও করেন তাও এই টাকা দিয়েই আপনার লাইফ চলে যাবে

তাহলে কিভাবে শুরু করবো youtube?

#এর জন্য আপনাদের প্রথম কাজ একটা youtube chanel খোলা
আর trickbd এখন মনে হয় সবারই youtube chanel আছে
এর পর যারা পারেন না।। দেখুন trickbd অনেক পোস্ট আছে

#chanel খোলার পর আমাদের মাথায় আর একটাই জিনিস আসে যে । কি টপিক নিয়া কাজ করবো। আর আমারা সবাই এই বেপারটাতেই ভুল করি। আমরা বেশির ভাগ টাইম ই বেছে নেই fun বা prank.কিন্তু এটা আমাদের ভুল

তাহলে কি টপিক নিয়া কাজ করবো?

আমার মতে নতুন একটা youtube chanel দার করানোর ভালো কয়টা টপিক
tech
latest news
top videos
lifestyle
এই চারটা বিষয় নিয়া সবসময় সবকিছুতে মাতা মাতি হয়
#এটাও না যে এই ৪ টা বিষয় নিয়া কাজ করবেন।।
#আমাদের সবার মাঝে কিছু না কিছু telent থাকে। আপনি যেটাই পারদর্শী আপনি সেই টপিক নিয়াই কাজ করুন


এখন আপনাদের youtube এ এগিয়ে যাবার কিছু tips দেই

#সর্বপ্রথম অামাদের দরকার ধর্যো
এটা না থাকলে আপনি ভাই youtube start কইরেন না।। কিছু কবে না

#আপনারা প্রথম যখন youtube এ ভিডিও uplpad করবেন। প্রথম ১০ টা ভিডিও একদম ভালো মানের ভিডিও বানান।। যাতে সবার মন কেরে নেই। দরকার হলে ভাল করার জন্য ১০ বার রেকড করুন ২০ বার edit করুন এটা বর কথা না। কিন্তু ভিডিও ভালো হতে হবে

#ভালো thumbnail, টাইলেল,ট্যাগ দিন। যাতে দেখেই সবার চোখকে আকর্ষন করে

#নতুন youtber দের জন্য সবচেয়ে বড় ধাপ হলো ভালো কিছু subscribe পাওয়া

একটা youtube chanel কে আপ করার জন্য এটা আমাদের মাস্ট বি দরকার।।
আর আমাদের আপ করার জন্য নিম্নে ১০০০ হজার দরকার
কিন্তু এটাই আমাদের কাছে অনেক টাপ বেপার।তাই বেশির ভাগ youtuber রা ১০০০ হজার subscribe হয়য়ার আগেই youtube থেকে leave মারে

#আপনারা কি জানেন আমরা কষ্ট করে যদি এই প্রথম ধাপ টা এক বার পার করতে পারি তাহলে সামনে আর আমাদের subscriber নিয়া ভাবতে হবে না।।১০০০ পার করলে দেখবেন এমনি subscriber এড

হবে প্রতিদিন।

#একটা chanel আপ করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় হল একট ভাইরাল ভিডিও। একটা ভাইরাল ভিডিওই পাারে আপনার chanel এর রুপ পরিবর্তন করে দিতে। তাই ভাবুন কি ভিডিও বানালে ভাইরাল হতে পারে।। এরকম এক দুটা ভিডিও বানানোর চেস্টা করুন

#সেয়ার করুন সব খানে।।

#পরিশেষে বলবো প্রথম দিকে একটু কষ্ট করুন।তাহলে সামনের দিকে দেখবেন আপনার আর কোন কষ্ট করতেই হবে না

আজকের পোস্ট এ এতোটুকুই। আমিও উপরের নিময় অনুযায়ী কাজ করছি। আপনারাও করুন। কদিনের মাঝে ঠিক ই আমরা সবাই youtube থেকে ভালো কিছু পাবো

আর হ্যা আমার chanel টি তে যুরে আসবেন।। আমিও আপনাদের মত নতুন ধরে নিন। subscribe ও করে দিয়েন

Az technical BD

If you nedd any help


contact me on Facebook
Exit mobile version