Site icon Trickbd.com

হঠাৎ ফেসবুকে সমস্যা

হঠাৎ করে বিশ্বের কয়েকটি দেশে একসঙ্গে ফেসবুকে সমস্যা দেখতে পেয়েছেন ব্যবহারকারীরা। বিষয়টি নিয়ে অনেকেই টুইটারে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে হঠাৎ করে ফেসবুকে ঢুকতে না পারার কারণ জানা যায়নি। ফেসবুক কর্তৃপক্ষও এ বিষয়ে মুখ খোলেনি।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা ফেসবুকে ঢুকতে পারেননি অনেক ব্যবহারকারী।

এর আগে এ ধরনের ঘটনায় কারিগরি ত্রুটির কথা বলেছিল ফেসবুক কর্তৃপক্ষ। তাই ধারণা করা হচ্ছে, এবারও কারিগরি ত্রুটির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।

হঠাৎ ফেসবুক বন্ধ দেখে অনেক ব্যবহারকারী বিস্ময় প্রকাশ করেন। ফেসবুক বন্ধ হয়ে যাওয়ায় ফেসবুকের সঙ্গে লিংক বা যুক্ত থাকা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারেও সমস্যা দেখা যায়। ফেসবুকে সমস্যার বিষয়টি টুইটারে হ্যাশট্যাগ দিয়ে প্রকাশ করেন অনেকেই।

ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার সময় এতে ঢুকতে গেলে ‘ইউ আর ওয়ার্কিং অন ইট অ্যান্ড উই উইল গেট ইট ফিক্সড অ্যাজ সুন অ্যাজ উই ক্যান’ বার্তাটি দেখায়।

অবশ্য স্থানভেদে ঘণ্টা খানেকের মধ্যেই আবার ঠিক হয়ে যায় ফেসবুক। ডাউনডিটেকটর ডটকমের এক মানচিত্রে দেখানো হয়েছে, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ এশিয়ার বেশ কয়েকটি দেশের ব্যবহারকারীরা ফেসবুকের সমস্যা ধরতে পারেন।

ফেসবুকে ঢুকতে গেলে ‘সামথিং ওয়েন্ট রং’ দেখতে পান অনেকে। ফেসবুকে সমস্যা হওয়ার ১০ মিনিট পরেই টুইটারে #facebookdown ও #facebookisdown নামের হ্যাশট্যাগ ছড়িয়ে পড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যে ফেসবুক ঠিক হয়ে গেলেও অনলাইনজুড়ে সাড়া ফেলেছে ঘটনাটি।

চলতি বছরের মার্চ মাসের তথ্য অনুযায়ী প্রতি মাসে ১৯৪ কোটি ব্যবহারকারী সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহার করছেন। এর মধ্যে ১২৮ কোটি ব্যবহারকারী  দৈনিক ফেসবুকে সক্রিয় থাকেন। তথ্যসূত্র: ইয়াহু নিউজ, নিউজ নেশন, স্টাফ ডটকো ডটএনজেড।

সুত্রঃ প্রথম আলো ।