Site icon Trickbd.com

মাউস দিয়েই কম্পিইটারের একাধিক ফাইল নির্বাচন

Unnamed

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিভিন্ন ফাইল থেকে একাধিক নির্দিষ্ট ফাইল নির্বাচন করতে চাইলে কি-বোর্ডের CTRL কি চেপে ধরে এবং পরে পছন্দের ফাইলের ওপর ক্লিক করতে হয়। কিন্তু উইন্ডোজ ৭ এবং তারপরের বাকি সব অপারেটিং সিস্টেম থেকে CTRL কি ছাড়াই মাউস দিয়েই একাধিক ফাইল সিলেক্ট করতে পারবেন।

যা করবেন:

কাজটি সহজে করতে চাইলে Computer এ গিয়ে Organize থেকে Folder Option-এ ক্লিক করুন। অর্গানাইজার খুলে গেলে View ট্যাব থেকে Use check boxes to select items-এ টিক চিহ্ন দিন। তাহলে প্রতিটি ফাইলের পাশে আলাদা চেক বক্স দেখা যাবে। এবার যে যে ফাইল দরকার তার বাম পাশে টিক চিহ্ন দিলেই ওই ফাইল নির্বাচন সম্পন্ন হবে এবং প্রয়োজনে সেটিকে কপি বা সরানোও যাবে।
যদি জানেন তবে বাজে কমেন্ট না করে অন্যকে জানার সুযোগ দিন।
???????????

যারা Free তে TrickBD, AgunBD, FutureBD এর মত সাইট নিতে চাও তবে এখানে ক্লিক করুন।

???????????

Exit mobile version